চড়–থাপ্পড় দিয়ে ধর্ষককে শাস্তি, খবর পেয়ে গ্রেপ্তার করল পুলিশ
নোয়াখালীর কবিরহাট উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. নুরুজ্জামান (৫৭) নামের এক ব্যক্তিকে গত শুক্রবার এলাকার কিছু লোক চড়–থাপ্পড় দিয়ে ছেড়ে দেন। তবে ঘটনাটি জানতে পেরে পুলিশ ওই লোককে গ্রেপ্তার করে। গতকাল রোববার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ব্যক্তি উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের বাসিন্দা। ৪ মার্চ উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে ওই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ধর্ষণের শিকার শিশু স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। শিশুটি ৪ মার্চ বিকেলে বাড়ির পাশের মসজিদে আসরের নামাজ পড়তে যায়। নামাজ শেষে মুসল্লিরা সবাই চলে গেলেও নুরুজ্জামান ওই শিশুকে কৌশলে পাশের একটি শৌচাগারে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি তার এক স্বজনকে ঘটনাটি জানালে বিষয়টি জানাজানি হয়।
সূত্র জানায়, এর আগেও নুরুজ্জামানের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় কিছু লোক অভিযুক্ত নুরুজ্জামানকে চড়–থাপ্পড় দিয়ে বিষয়টি সমাধান করে দেন। পরে থানা–পুলিশের নজরে এলে তারা গতকাল সন্ধ্যায় নুরুজ্জামানকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া প্রথম আলোকে বলেন, নুরুজ্জামান আট বছরের একটি ছেলেশিশুকে ধর্ষণ করেছে বলে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। কিন্তু বিষয়টি নিয়ে শিশুটির পরিবার থানায় এখনো লিখিত কোনো অভিযোগ করেনি। তাই তাঁরা নুরুজ্জামানকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠান। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠিয়েছেন।