দীর্ঘ তিন বছর পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধনের পর বাংলাদেশি যাত্রীরা পশ্চিমবঙ্গের মালদার মহদীপুর ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশ করেন।
আজ দুপুর ১২টার দিকে সোনা মসজিদ ইমিগ্রেশনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। করোনা মহামারির কারণে ২০২০ সালের ১৫ মার্চ থেকে এ স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ ছিল।
এ সময় অন্যান্যের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল ওয়াহেদসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
প্রথম দিন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের আবদুল ওয়াহেদের নেতৃত্বে ২৪ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল ভারতে যায়। ভারতীয় অংশে তাদের স্বাগত জানান, মহদীপুর কাস্টমসের সহকারী কমিশনার দেবাশীষ মুখোপাধ্যায়।
চেম্বারের সভাপতি আবদুল ওয়াহেদ বলেন, করোনার কারণে ২০২০ সালের ১৫ মার্চ ভারত সরকার মহদীপুর ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার বন্ধ করে দেয়। এরপর সোনা মসজিদ ইমিগ্রেশন দিয়ে যাত্রীদের ভারতে যাওয়ার সুযোগ বন্ধ ছিল। ফলে চাঁপাইনবাবগঞ্জসহ আশপাশের জেলা থেকে যাঁরা চিকিৎসা ও ব্যবসার কাজে ভারতে যেতেন, তাঁরা ভোগান্তিতে পড়েন। আমদানি-রপ্তানি ঝিমিয়ে পড়েছিল। এখন তা গতিশীল হবে। আজ সন্ধ্যায় মালদায় দুই দেশের আমদানি ও রপ্তানিকারকদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা আছে।