তালাবদ্ধ ঘরে কাঁথা-কম্বলে প্যাঁচানো ছিল নারীর গলিত লাশ, স্বামী পলাতক

মরদেহ উদ্ধারপ্রতীকী ছবি

গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে এক নারীর গলাকাটা ও অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নগরের মোগরখাল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম রত্না আক্তার (২২)। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বেলতলা এলাকার মোতালেব মিয়ার মেয়ে। ওই গৃহবধূ একটি পোশাক কারখানায় কাজের সুবাদে স্বামী শামিম হোসেনের সঙ্গে গাজীপুরে থাকতেন।

পুলিশ ও প্রতিবেশী ভাড়াটেদের সূত্রে জানা যায়, শামিম ও রত্না গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন। তাঁদের মধ্যে প্রায়ই পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ লেগে থাকত। চার থেকে পাঁচ দিন ধরে ওই দম্পতির ঘরের বাইরে তালা ঝুলতে দেখে প্রতিবেশীরা ধারণা করেছিলেন, তাঁরা হয়তো কোথাও বেড়াতে গেছেন। এর মধ্যে গতকাল রাতে এক প্রতিবেশী ঘরটির ভেতর থেকে তীব্র দুর্গন্ধ পান। খবর পেয়ে পুলিশ রাত দেড়টার দিকে তালা ভেঙে ঘরে ঢুকে দেখে, রত্নাকে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার পর লাশটি লেপ, কম্বল ও কাঁথা দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে। পুলিশের ধারণা, পাঁচ থেকে ছয় দিন আগে তাঁকে হত্যার পর লাশটি ফেলে পালিয়েছেন শামিম।

গাজীপুরের বাসন থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পলাতক স্বামীকে গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।