পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ ভোরের দিকে মৃদু ঝড় ও বাতাস বইছিল। এ সময় বৃষ্টিতে বাইরে কিছু যেন না ভেজে, সে ব্যবস্থা নিতে শিশুসন্তানকে নিয়ে বাইরে যান মা–বাবা। এরপর তাঁরা আবার ঘরে ফিরে শিশুটিকে নিয়ে ঘুমিয়ে যান। পরে সকালে ঘুম ভেঙে দেখেন, তাঁদের শিশুসন্তান নেই। অনেক খোঁজাখুঁজি করেও কোথাও পাননি।
অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আলীমুজজ্জামান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে কাউকে সন্দেহ করা হয়নি। শিশুর খোঁজ করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।