চুয়াডাঙ্গায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার দুর্ঘটনায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে আবদুর রহমান নামের ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শিশুটির মা শান্তা খাতুন (২০)।

আজ বুধবার সকাল ৯টার দিকে জীবননগর-দত্তনগর সড়কের পৌর এলাকার হাসেম মিয়ার চাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটি জীবননগর পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের শাপলাকলিপাড়ার মো. রুবেল হোসেনের ছেলে। আহত শান্তা খাতুনকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শান্তা খাতুন তাঁর শিশুপুত্র আবদুর রহমানকে নিয়ে আজ সকালে অটোরিকশায় করে (স্থানীয়ভাবে পাখি ভ্যান হিসেবে পরিচিত) চড়ে জীবননগর শাপলাকলিপাড়া থেকে বাবার বাড়ি তেঁতুলিয়া গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে জীবননগর-দত্তনগর সড়কে হাসেম মিয়ার চাতালের সামনে অটোরিকশার অ্যাক্সসেল ভেঙে যায়। শিশুটি তখন শান্তা খাতুনের কোল থেকে রাস্তার ওপর ছিটকে পড়ে। তিনিও রাস্তার ওপর পড়ে আঘাতপ্রাপ্ত হন। গুরুতর আহত অবস্থায় শিশু আবদুর রহমান ও তার মাকে স্থানীয় লোকজন উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কর্মকর্তা আফসান রহমান বলেন, রাস্তায় ছিটকে পড়ায় শিশুটি মাথায় মারাত্মক আঘাত পায়। এতে নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। জরুরি চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু অ্যাম্বুলেন্সে তোলার আগেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তিনি আরও বলেন, মূলত মাথায় আঘাতের কারণে মারা গেছে। শিশুটির মা শান্তা খাতুনও মাথায় আঘাত পেয়েছেন। তবে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত হওয়ায় চলে গেছেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল খালেক জানান, শিশুটির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।