বাস থেকে ১ কেজি ১১৬ গ্রাম হেরোইন উদ্ধার করল ‘রানি’

উদ্ধার করা হেরোইন হাতে বিজিবির কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ভাটিয়ারী বাজারে
ছবি: প্রথম আলো

সন্দেহজনক বাসটিকে থামানোর পর গলায় বেল্ট বাঁধা প্রশিক্ষিত কুকুর রানিকে নিয়ে বাসে উঠলেন বিজিবির সদস্যরা। মাদক খুঁজে বের করতে দক্ষ রানি বাসের পেছন দিকে রাখা কালো একটি ব্যাগ শনাক্ত করে। পরে সেই ব্যাগটি তল্লাশি চালিয়ে পাওয়া যায় ১ কেজি ১১৬ গ্রাম হেরোইন। যার বাজারমূল্য ২২ লাখ টাকা। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ভাটিয়ারী বাজারে আজ বৃহস্পতিবার সকালে এসব মাদক উদ্ধার করা হয়। চট্টগ্রামমুখী শ্যামলী এনআর পরিবহনের একটি বাসে এসব মাদক নিয়ে যাওয়া হচ্ছিল। এ নিয়ে সীতাকুণ্ডে বেশ কয়েক দফা হেরোইনের চালান আটক হলো। এর আগে গত ৯ জুন সোনাইছড়ি ইউনিয়নের তেঁতুলতলা এলাকা থেকে দুই কেজি হেরোইন উদ্ধার করেছে বিজিবি। এর এক সপ্তাহ আগে ৩ জুন ভাটিয়ারী বাজার এলাকা থেকে আরও এক কেজি হেরোইন উদ্ধার করে। ৯ জুলাই ভাটিয়ারী উত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৪০০ গ্রাম বাদামি রঙের হেরোইন উদ্ধার করা হয়। তবে কোনো ঘটনায় গ্রেপ্তার হয়নি জড়িত ব্যক্তিরা।

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী বাজারে মাদক উদ্ধার অভিযানে বিজিবির প্রশিক্ষিত কুকুর ‘রানি’। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ভাটিয়ারী বাজারে
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম অঞ্চলের বিজিবি ৮–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভাটিয়ারী বাজার এলাকায় অবস্থান নেন বিজিবি সদস্যরা। সকাল আটটার দিকে চট্টগ্রামমুখী শ্যামলী পরিবহনের একটি বাসকে থামানোর সংকেত দেয় বিজিবি। এরপর খবর দেওয়া হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও উপজেলা প্রশাসনকে। পরে বিজিবির প্রশিক্ষিত কুকুর ‘রানি’ একটি ব্যাগে মাদক আছে বলে শনাক্ত করে।  

শাহেদ মিনহাজ সিদ্দিকী আরও বলেন, বাসে থাকা সব যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিক তদন্তে হেরোইনের মালিক কে ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। এর আগেও মহাসড়কে একাধিকবার হেরোইন উদ্ধার করা হয়েছে। এসব মাদক কারা পাচার করছে, তা জানতে তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, শ্যামলী পরিবহনের বাসটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ওই হেরোইন পরীক্ষা-নিরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।