সীতাকুণ্ডে ঘটনাস্থলের ক্রিম রোলের প্যাকেটের সূত্র ধরে হত্যাকারী শনাক্ত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের গহিন পাহাড়ে আবছার উদ্দিন (৪২) নামের একজনকে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এক আসামি। তাঁর নাম মীর হোসেন। তিনি উপজেলার বাড়বকুণ্ড এলাকার বাসিন্দা। গতকাল সোমবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন তাঁর জবানবন্দি রেকর্ড করেন। এর আগে গত রোববার দুপুরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার করতে গিয়ে ঘটনাস্থলে ক্রিম রোলের একটি প্যাকেট পড়ে থাকতে দেখা যায়। প্যাকেটটি নিয়ে পাহাড়ে যাওয়ার পথে যেসব দোকান আছে, সেগুলোয় খোঁজখবর নেওয়া হয়। পরে মীর হোসেন যে দোকানির কাছ থেকে ক্রিম রোল কিনেছিলেন, তাঁর খোঁজ পাওয়া যায়। এ তথ্যের সূত্র ধরে মীর হোসেনকে গ্রেপ্তার করা হলে তিনি আবছার উদ্দিনকে খুনের বিষয়টি স্বীকার করেন। আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে মীর হোসেন বলেন, মাদক বিক্রির টাকার ভাগবাঁটোয়ারা নিয়ে তিনিসহ পাঁচজন মিলে আবছার উদ্দিনকে হত্যা করেন।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে মাদক বিক্রির মূল হোতাকেও চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
গত শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়বকুণ্ড ইউনিয়নের গহিন পাহাড়ি এলাকায় নিজের কলাবাগান থেকে আবছার উদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর বাড়ি বাড়বকুণ্ড ইউনিয়নের নতুনপাড়া গ্রামে। আবছার উদ্দিনের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা করেন তাঁর বাবা।