নিখোঁজের দুই দিন পর লাশ উদ্ধার, ধারণা হাতির আক্রমণে মৃত্যু
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গভীর জঙ্গল থেকে কোরবান আলী (৬০) নামের এক ব্যক্তির ক্ষত–বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে সীমান্তবর্তী কড়ইতলী শালবন এলাকার জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন তিনি।
নিহত কোরবান আলী কড়লতলী শালবন এলাকার বাসিন্দা ও পেশায় ঠেলা গাড়ির চালক ছিলেন। এক সপ্তাহ ধরে আশপাশের জঙ্গলে ৪০ থেকে ৪৫টি বন্যহাতি অবস্থান করছে। বেশ কয়েক দিন ধরে সন্ধ্যার পর পরই লোকালয়ে নেমে এসে ফসলিজমি ও ঘরবাড়িতে তাণ্ডব চালায় হাতির পাল। এ কারণে সংশ্লিষ্টরা ধারণা করছেন, হাতির আক্রমণে তাঁর মৃত্যু হয়েছে।
বনবিভাগ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে কোরবান আলী শালবনে আম কুড়াতে যান। এর পর তিনি আর বাড়ি ফিরে আসেননি। ওই সময়ে বনে হাতি অবস্থান করায় তাঁর সন্ধানে কেউ ভেতর যেতে পারেনি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করলেও তাঁর সন্ধান মেলেনি। পরে আজ শনিবার সকাল ৯টার দিকে এক রাখাল গরু চড়াতে শালবনে গেলে গভীর জঙ্গলে কোরবানের লাশ দেখতে পান। পরে পুলিশ ও বন বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়।
কোরবানের শরীরের বিভিন্ন অংশে হাতির পায়ের আঘাত আছে। আমি ঘটনাস্থলে আছি। ক্ষতিপূরণ পেতে নিহতের পরিবারকে বন বিভাগের কাছে আবেদন করতে বলা হয়েছে।ময়মনসিংহ বন বিভাগের গোপালপুর বিট কর্মকর্তা লোকমান হাকিম
কড়ইতলী গ্রামের বাসিন্দা মো. শফিকুল ইসলাম বলেন, আজ সকালে শালবনের জঙ্গলে কোরবান আলীর লাশ পাওয়া গেছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে হাতির পায়ের আঘাতের চিহ্ন আছে।
একই কথা বলেন ময়মনসিংহ বন বিভাগের গোপালপুর বিট কর্মকর্তা লোকমান হাকিম। তিনি আজ সকালে প্রথম আলোকে বলেন, ‘কোরবানের শরীরের বিভিন্ন অংশে হাতির পায়ের আঘাত আছে। আমি ঘটনাস্থলে আছি। ক্ষতিপূরণ পেতে নিহতের পরিবারকে বন বিভাগের কাছে আবেদন করতে বলা হয়েছে।’
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুল হক বলেন, হাতির পায়ে পিষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাল মর্গে পাঠানো প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হবে।
এর আগে গত মঙ্গলবার রাতে কড়ইতলী গ্রামে নিজের বসতবাড়িতে হাতির পালের হামলায় গোলাপ হোসেন নামের এক কৃষকের মৃত্যু হয়।