আ.লীগ প্রার্থীর পক্ষে কাজ করায় বিএনপির ২ নেতাকে বহিষ্কার
১২ অক্টোবর অনুষ্ঠেয় গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী ও সদস্যসচিব সেলিম আহম্মেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন উপজেলার কচুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিয়াকত আলী খন্দকার এবং কামালেরপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির সদস্যসচিব সেলিম আহম্মেদ প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক কোনো নির্বাচনেই অংশ নিচ্ছে না বিএনপি। এটি জানার পরও তাঁরা দুজন সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসানের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। দলের গঠনতন্ত্র অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী বলেন, ২২ সেপ্টেম্বর অভিযুক্ত দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা নোটিশের জবাব দেননি। এ জন্য তাঁদের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ব্যাপারে বহিষ্কৃত নেতাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।