কলেজ থেকে বাড়ি ফেরার পথে বাস উল্টে প্রাণ গেল দুই বান্ধবীর

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

কলেজ থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন দুই বান্ধবী যুঁথি খাতুন ও রুশনা খাতুন। তাঁদের বাড়ি ফেরা আর হয়নি। পথে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে গুরুতর আহত হলে তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আজ সোমবার দুপুরে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুশনা খাতুন (১৮) কুষ্টিয়া পৌরসভার বারখাদা এলাকার আবদুল আজিজের মেয়ে। যুঁথি খাতুন (১৮) একই এলাকার জাহিদুল ইসলামের মেয়ে। তাঁরা কুষ্টিয়া সিটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা একটার দিকে কুষ্টিয়া থেকে জামান এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো জ ১১-১৫০৩) নামের একটি যাত্রীবাহী বাসদ্রুত গতিতে প্রাগপুরের দিকে যাচ্ছিল। সড়কের সংস্কার চলমান থানায় বিভিন্ন জায়গায় ভাঙাচোরা রয়েছে। গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কেই উল্টে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই দুজন ছাত্রীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন খান বলেন, যাত্রীবাহী বাস উল্টে দুই কলেজছাত্রী নিহত হয়েছেন। লাশ মর্গে রাখা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।