বজ্রপাতে ভৈরব ও কুলিয়ারচরে তিনজনের মৃত্যু
বজ্রপাতে কিশোরগঞ্জের ভৈরবে দুজন ও কুলিয়ারচরে একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা তিনটা থেকে বিকেল চারটার মধ্যে তাঁরা বজ্রপাতে মারা যান।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামের ফয়সাল মিয়া (২২), সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের ফারুক মিয়া (৫০) ও কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের হাজারীনগর গ্রামের কবির মিয়া (২৪)।
আজ বেলা আড়াইটার দিকে ওই দুই উপজেলার বিভিন্ন স্থানে সামান্য বৃষ্টি হয়। বেলা তিনটার পর ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে বিকট শব্দে চারপাশে বজ্রপাত হচ্ছিল।
স্থানীয় সূত্র ও স্বজনদের বরাতে জানা যায়, ফয়সাল বাড়ির কাছে বৃষ্টিতে ভিজছিলেন। তখন তিনি বজ্রপাতের শিকার হন। ফারুক ছিলেন বাড়ির মাঠে। বজ্রপাত শুরু হলে তিনি ঘরে ফেরার চেষ্টা করছিলেন। ঘরে পৌঁছানোর আগেই বজ্রপাতের শিকার হন তিনি। কুলিয়ারচরের কবির মিয়া ছিলেন নিজ গ্রামের ফসলি জমিতে। বিপদ বুঝতে পেরে তিনিও বাড়ি ফেরার চেষ্টা করেন। কিন্তু তাঁর আর বাড়ি ফেরা হয়নি। বজ্রপাতের শিকার হয়ে মাটিতে লুটিয়ে পড়ে থাকেন। পরে স্থানীয় লোকজন এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
খোঁজ নিয়ে জানা গেছে, তিনজনকে বিকেল পাঁচটার মধ্যে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক উম্মে হাবিবা বলেন, হাসপাতালে আনার আগেই তিনজন মারা যান।