পেকুয়ায় ভোটার ও সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া

কেন্দ্রের বাইরে ভোটারদের উপস্থিতি। কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া হোসনে আরা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরেপ্রথম আলো

কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ চলছে। আজ মঙ্গলবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। সকাল নয়টার দিকে পূর্ব গোঁয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রের সামনে ফেসবুকে লাইভ দেওয়াকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

পূর্ব গোঁয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আশীষ বোস বলেন, মো. আলাউদ্দিন নামের এক ব্যক্তি ফেসবুকে লাইভ দিতে গেলে আনারস প্রতীকের সমর্থকেরা তাঁকে ধাক্কা দেন। এ নিয়ে ঝামেলা বাধে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উভয় পক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে দেন। তবে ইভিএম নিয়ে সাধারণ ভোটারদের জ্ঞান না থাকায় একটু সমস্যা হচ্ছে। সকাল ১০টা পর্যন্ত কেন্দ্রটিতে ২৫১টি ভোট পড়েছে বলে জানান তিনি।

ইভিএমের কারণে ভোট গ্রহণে ধীরগতির কথা জানিয়েছেন আরও কয়েকটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা। সরেজমিনে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের কাছারীমোড়া আছদ নছরত শাহ খিজির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, নারী ও পুরুষেরা পৃথক সারিতে দাঁড়িয়েছেন। কেন্দ্রের বাইরে সড়কের প্রার্থীর লোকজন চেয়ার-টেবিল নিয়ে বসে ভোটারদের স্লিপ দিচ্ছেন। এই কেন্দ্রে ভোটার রয়েছেন ২ হাজার ৮৩২ জন।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সবুজ দাশ বলেন, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ২১০টি ভোট গ্রহণ হয়েছে। এই কেন্দ্রের ভোটারদের বেশির ভাগই পাহাড়ি এলাকার। ইভিএম তাঁদের জন্য নতুন। অনেকে গোপন কক্ষে ঢুকে ভোট দিতে হিমশিম খাচ্ছেন। তাঁরা ভোট দিতে বেশি সময় নিচ্ছেন। তাই ভোট গ্রহণের গতিধীর।

বারবাকিয়া ইউনিয়নের হোসনে আরা বালিকা উচ্চবিদ্যালয়, পেকুয়া মডেল জিএমসি ইনস্টিটিউশন, পেকুয়া আনোয়ারুল মাদ্রাসা কেন্দ্রেও ভোটারদের সারি দেখা গেছে। এ উপজেলায় ভোটার রয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৩০০ জন। এর মধ্যে ৭৩ হাজার ৯৯৪ জন পুরুষ ও ৬১ হাজার ৩০৬ জন নারী ভোটার রয়েছেন।

পেকুয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। কোথাও গোলযোগ হয়নি। প্রশাসন কঠোর রয়েছে।

পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চারজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ (ঘোড়া), রুমানা আক্তার (আনারস), মোহাম্মদ আশরাফুল ইসলাম (দোয়াত-কলম) ও পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম (মোটরসাইকেল)।