জাপার ঘরে জাসদের হানা, অসহায় আওয়ামী লীগ 

এত দিন এই আসন জাতীয় পার্টির (জাপা) দখলে ছিল। কিন্তু মহাজোটের আরেক শরিক জাসদ (ইনু) এই আসন দাবি করেছে।

নাসরিন জাহান ও মোহাম্মাদ মোহসীন

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মহাজোটের শরিক জাতীয় পার্টি গত তিনটি সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয় পেয়েছে। কিন্তু এবার দলটি চ্যালেঞ্জে পড়েছে মহাজোটের আরেক শরিক জাসদের (ইনু) এখানে প্রার্থী দেওয়ার তৎপরতার কারণে। জাসদ শক্তভাবে এবার যে কয়েকটি আসন দাবি করছে, তার মধ্যে বরিশালের এই আসনও রয়েছে।

আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা জানান, গত তিনটি নির্বাচনে এই আসন থেকে আওয়ামী লীগের অনেক নেতা দলীয় মনোনয়ন চেয়েও পাননি।  এবারও এই আসন থেকে আওয়ামী লীগের অন্তত ১২ জন দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছেন। তবে দলটির নেতারা ধরেই নিয়েছেন, এবারও মহাজোটের শরিকদেরই কবজায় থাকবে আসনটি। 

আ্ওয়ামী লীগ ও জাপার দলীয় সূত্র বলছে, জাপা এবার ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে। বিএনপি নির্বাচনে না এলে সে ক্ষেত্রে দলীয় প্রতীক ‘লাঙ্গল’ নিয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে জাপা। তবে মহাজোটের শরিক জাসদ দলীয় প্রতীক ‘মশাল’ নয়, এবার ‘নৌকা’ প্রতীকে ভোট করার আবেদন করেছে ইসির কাছে। এবার এই আসনে জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন শক্তভাবে মাঠে নামায় জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য নাসরিন জাহান অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এমন পরিস্থিতিতে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা আছেন অসহায় অবস্থায়। 

আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করে জানা যায়, জাপার কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার এরশাদ শাসনামলে মন্ত্রী ছিলেন। তখন এলাকায় ছিল তাঁর একক আধিপত্য। তবে এরশাদের পতনের পর তিনি সেই আধিপত্য হারান। এরশাদের পতনের পর তিনি বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে এককভাবে তিনবার নির্বাচন করলেও কোনোবারই জয়ী হতে পারেননি। আসনটি আওয়ামী লীগ ও বিএনপির নিয়ন্ত্রণে ছিল। কিন্তু জাতীয় পার্টি মহাজোটে যোগ দিলে ২০০৮ সাল থেকে টানা তিনবার পালাক্রমে তিনি ও তাঁর স্ত্রী নাসরিন জাহান এই আসন থেকে সংসদ সদস্য হয়েছেন।  

নাম প্রকাশ না করার শর্তে বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দুজন সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘১৫ বছর ধরে এলাকায় সংসদ সদস্য হিসেবে এই দম্পতি দায়িত্ব পালন করলেও এলাকার তেমন উন্নয়ন হয়নি। এ নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে যেমন ক্ষোভ রয়েছে, তেমনি আওয়ামী লীগের নেতাদের স্থানীয়ভাবে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। কিন্তু আমরা অসহায়, কিছু করার নেই। মহাজোটের স্বার্থে গত তিনটি সংসদ নির্বাচনে অনিচ্ছা সত্ত্বেও আমাদের জাপা প্রার্থীর পক্ষে কাজ করতে হয়েছে। তবে এবার মহাজোটের অপর এক প্রার্থী এখানে মনোনয়ন চাওয়ায় এককভাবে জাপার এ আসনটি  দাবি করায় পরিস্থিতি জটিল হয়েছে।’ 

বাকেরগঞ্জ পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত আসনটি জেলায় সর্ববৃহৎ সংসদীয় আসন। আসনটিতে মহাজোটের প্রার্থী হিসেবে ২০০৮ সালে রুহুল আমিন হাওলাদার এবং ২০১৪ ও ২০১৮ সালে তাঁর স্ত্রী জাপার সভাপতিমণ্ডলীর  সদস্য নাসরিন জাহান সংসদ সদস্য হন। মহাজোটের হয়ে ২০১৪ সালে রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১ (সদর-দুমকী-মির্জাগঞ্জ) আসনের সংসদ হয়েছিলেন। 

জাপার বাকেরগঞ্জ উপজেলা সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, আপাতত জাপার সিদ্ধান্ত ৩০০ আসনে প্রার্থী দেওয়ার। যদি এমন হয়, তাহলে জাপা দলীয় প্রতীক লাঙ্গল নিয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আর যদি বিএনপি শেষ সময়ে নির্বাচনে আসে, তাহলে ভিন্নভাবে ভাবা হবে। বরিশাল-৬ আসনে বর্তমান সংসদ সদস্য নাসরিন জাহান এবং পটুয়াখালী-১ আসন থেকে এ বি এম রুহুল আমিন হাওলাদার দলীয় মনোনয়ন চেয়েছেন।

জাসদ নেতা মোহাম্মদ মোহসীন বলেন, ‘শক্তিশালী ভিত্তি তৈরি হয়েছে কি না জানি না। তবে আমি ১০ বছর ধরে এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান, অবকাঠামো, রাস্তাঘাট, সেতুসহ নানা উন্নয়নে অবদান রাখার চেষ্টা করেছি। তবে এত দিন যাঁরা আসনটিতে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাঁরা নিজেদের উন্নয়নে মনোযোগী থাকায় বাকেরগঞ্জবাসী উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন। যদি সুযোগ পাই, তাহলে আমি সবাইকে নিয়ে এই এলাকার উন্নয়নে কাজ করতে চাই।’

এ বিষয়ে নাসরিন জাহান প্রথম আলোকে বলেন, ‘জাতীয় পার্টি এখনো মহাজোটের  অধীনে নির্বাচন করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। আর উন্নয়ন হয়নি বলে যেসব অভিযোগ তোলা হয়েছে, তা সত্য নয়। আমি প্রধানমন্ত্রী যেসব উন্নয়ন প্রকল্প দিয়েছেন, তা যথাযথভাবে বাস্তবায়ন করেছি। এলাকার মানুষ এখনো আমাদের সঙ্গে আছে।’