ফরিদপুরে ইজিবাইকচালককে হত্যায় চারজনের যাবজ্জীবন
ফরিদপুরে চালক ফারুক তালুকদারকে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।
মামলার আরেকটি ধারায় প্রত্যেক আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে আদালতের নির্দেশ অনুযায়ী দুই দণ্ড একসঙ্গে কার্যকর হবে।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রাজবাড়ী সদরের ব্র্যাকপাড়া মহল্লার আনিছ মল্লিক (২৯), ঢেকিগাড়িয়া গ্রামের সহিদ শেখ (২৯), বালিয়াডাঙ্গী গ্রামের শাহজাহান শেখ (৪৭) এবং বারইপাড়া গ্রামের শামীম ওরফে ভাগনে শামীম (৩১)। রায় ঘোষণার সময় আনিছ মল্লিক ও সহিদ শেখ আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুজন পলাতক।
আসামি আনিছ মল্লিক ও সহিদ শেখকে রায় ঘোষণার পর পুলিশি পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তাঁরা যেদিন গ্রেপ্তার হবেন বা আত্মসমর্পণ করবেন, সেদিন থেকে তাঁদের সাজার মেয়াদ গণনা শুরু হবে। তবে তাঁরা আগে যদি কোনো সময় কারাগারে থাকেন, সেটি সাজার মেয়াদ থেকে বাদ যাবে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ৬ মার্চ রাজবাড়ী সদরের গোপ্ত মানিক মহল্লার বাসিন্দা ফারুক তালুকদার (৩৬) ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। সেদিন রাতে ফরিদপুর সদরের ফতেপুর গ্রামের শ্মশানঘাট এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরদিন স্বজনেরা মরদেহটি ফারুকের বলে শনাক্ত করেন। ওই দিন নিহত ব্যক্তির ভাই মো. হান্নান তালুকদার ফরিদপুর।
কোতোয়ালি থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।
রায়ের প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি মো. রকিবুল ইসলাম বিশ্বাস বলেন, ইজিবাইকচালককে হত্যা করে গাড়ি ছিনতাইয়ের মতো ঘটনা প্রায়ই ঘটছে। এই রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।