হাতীবান্ধায় প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে ভারতীয় তরুণ গ্রেপ্তার
লালমনিরহাটের হাতীবান্ধায় প্রেমিকার সঙ্গে দেখা করতে ভারতীয় সীমান্ত পেরিয়ে আসা আরিয়ান মির্জা (২০) নামের ভারতীয় এক তরুণকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার একটি গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়। ওই যুবক জানিয়েছেন, তাঁর বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার শহর বহরমপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে হাতীবান্ধা উপজেলার এক মেয়ের সঙ্গে ভারতীয় তরুণ আরিয়ান মির্জার পরিচয় হয়। পরিচয়ের পর দীর্ঘদিন থেকে তাঁদের মধ্যে এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সেই প্রেমের সম্পর্কের টানেই আরিয়ান অবৈধ পথে হাতীবান্ধা উপজেলার কোনো এক সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর সোজা চলে যান তাঁর প্রেমিকার বাড়িতে।
খবর পেয়ে হাতীবান্ধা থানা–পুলিশ অবৈধভাবে প্রবেশের অভিযোগে আরিয়ান মির্জাকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে থানায় মামলা করে গ্রেপ্তার দেখিয়ে লালমনিরহাট আদালতে পাঠায় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন্নবী বলেন, আরিয়ান মির্জা নামের এক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধভাবে প্রবেশের দায়ে মামলা করা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে।