সরাইলে শিশুর লাশ উদ্ধার, পুলিশের ধারণা যৌন নির্যাতনের পর হত্যা

প্রতীকী ছবি : প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল নয়টার দিকে একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। পুলিশের ধারণা, শিশুটিকে যৌন নির্যাতনের পর হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকেল চারটার দিকে শিশুটি ঘর থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। সন্ধ্যায় তার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং গ্রামে মাইকিং করা হয়। আজ রোববার সকালে মক্তবে পড়তে আসা কয়েকটি শিশু মসজিদের দ্বিতীয় তলায় মেয়েটিকে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে সকাল নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সে সময় শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়।

শিশুটির মা আহাজারি করে বলেন, ‘আমার আদরের মেয়েকে নির্যাতন করে মাইরা ফালাইছে। আমি এর বিচার চাই।’ ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে কাজ চলছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, শিশুটিকে যৌন নির্যাতনের পর হত্যা করা হয়েছে। যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে। শিশুটি শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া শ্বাসরোধও করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকে থানায় নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।