বোনকে কুপিয়ে জখমের ৯ বছর পর আদালতে আত্মসমর্পণ

আদালত
প্রতীকী ছবি

ঝালকাঠিতে আপন বোনকে কুপিয়ে জখম করার মামলায় তিন বছরের দণ্ডপ্রাপ্ত মো. মুবিন গাজী (৪৫) আদালতে ৯ বছর পর আত্মসমর্পণ করেছেন। আজ মঙ্গলবার সকালে ঝালকাঠি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হাজির হলে বিচারক পারভেজ শাহরিয়ার তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মো. মুবিন গাজী পশ্চিম ঝালকাঠি এলাকার মৃত নূর মোহাম্মদ গাজীর ছেলে। ২০১৩ সালের ৩১ ডিসেম্বর সকাল ১০টায় জমিজমা নিয়ে ভাইবোনের মধ্যে বিরোধের সূত্র ধরে মুবিন গাজী বোন ফাতেমা বেগমকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেন। এ ঘটনায় ফাতেমা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা করেন।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৩ এপ্রিল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মুবিন গাজীকে ৩ বছরের সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা করেন, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন আদালত। এ রায়ের বিরুদ্ধে মুবিন গাজী আপিল করলে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাসুদুর রহমান আগের সাজা বহাল রাখার আদেশ দেন।

অবশেষে আজ সকালে মুবিন গাজী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালতের বিচারক পারভেজ শাহরিয়ার তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।