‌সিলেটের ব‌্যস্ততম বিপণিবিতানে আগুন, আধা ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আগুন লাগার পর বিপণিবিতানের বাইরে বের হয়ে আসেন আতঙ্কিত ক্রেতা ও ব্যবসায়ীরা। আজ সোমবার রাতে সিলেট নগরের জিন্দাবাজারে
ছবি: প্রথম আলো

সিলেট নগরের ব্যস্ততম বিপণিবিতান জিন্দাবাজারের আল হামরা শপিং সিটিতে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে মার্কেটের বেইজমেন্টে বিদ্যুতের সাবস্টেশনে এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় বিপণিবিতানের বেইজমেন্ট থেকে ধোঁয়া বের হতে থাকে। বিপণিবিতানের বিদ্যুৎ–সংযোগ বন্ধ হয়ে যায়। এতে ব্যবসায়ী এবং ক্রেতারা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। একপর্যায়ে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে নিচে নেমে যান। আশপাশের এলাকার বিদ্যুৎ–সংযোগও বন্ধ হয়ে যায়।

বহুতল বিপণিবিতানটিতে চতুর্থ তলা পর্যন্ত কাপড় এবং জুয়েলারিসহ বিভিন্ন দোকানপাট রয়েছে। এ ছাড়া ওপরে আবাসিক হোটেলও রয়েছে। তৃতীয় তলার ব্যবসায়ী সুব্রত রায় বলেন, আগুন ছড়িয়ে না পড়লেও ধোঁয়ায় বিপণিবিতানের ভেতরে প্রায় অন্ধকার হয়ে যায়। এতে ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট ফেলে নিচে নেমে পড়েছিলেন। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণ করে ফেলে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার পর সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিট নিয়ন্ত্রণের কাজ করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট বিভাগের উপসহকারী পরিচালক খন্দকার সানাউল হক বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতি নিরূপণসহ বিস্তারিত তদন্তকাজ চলছে।