ফেনীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত

নিহত আসাদুজ্জামান মাসুদছবি: সংগৃহীত

ফেনীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। তাঁর নাম আসাদুজ্জামান মাসুদ (২৪)। আজ রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম পুরোনো মহাসড়কের ফেনীর খাজুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মহদিয়া গ্রামের নুরুল হকের ছেলে। তিনি ফেনী সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহতের ভাই ফিরোজ ভূঁইয়া বলেন, কলেজের ক্লাস শেষ করে মাসুদ তাঁর মোটরসাইকেল মেরামতের জন্য শহরের খাজুরিয়া এলাকায় যাচ্ছিলেন। যাওয়ার পথে সিএনজিচালিত একটি অটোরিকশার ধাক্কায় মাসুদ মোটরসাইকেলসহ সড়কে পড়ে যান। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকটিকে জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।