আন্ধারমানিক নদে বালুবাহী জাহাজ থেকে পড়ে শ্রমিক নিখোঁজ

পানিতে পড়ে নিখোঁজ
প্রতীকী ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় বালুবাহী জাহাজ থেকে ছিটকে শাকিল গাজী (২৩) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাচনাপাড়া গ্রামসংলগ্ন আন্ধারমানিক নদে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শাকিল গাজী গলাচিপা উপজেলার গজালিয়া এলাকার জাকির গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কলাপাড়া পৌর শহরের ব্যবসায়ী কেরামত আলী খানের মালিকানাধীন এমভি তিশা-তাপসী জাহাজে শাকিল গাজী শ্রমিক হিসেবে কাজ করেন। এ জাহাজে আরও চারজন শ্রমিক ছিলেন। জাহাজটি পায়রা বন্দর থেকে বালু নিয়ে গতকাল রাতে কলাপাড়া পৌর শহর লাগোয়া নাচনাপাড়া গ্রামের পাশে আন্ধারমানিক নদে পৌঁছায়। রাত সাড়ে ১০টার দিকে জাহাজটি নোঙর করা হচ্ছিল। এ সময় শাকিল গাজী জাহাজ থেকে ছিটকে আন্ধারমানিক নদে পড়ে নিখোঁজ হন।

খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে আসেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে স্টেশনটির কর্মকর্তা ইলিয়াস হোসাইন বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি। আজ সকালে পটুয়াখালী থেকে ডুবুরি দল এসেছে। তারা শাকিলকে উদ্ধার করার জন্য খোঁজাখুঁজি করছে। তবে এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি।’