সৌদি যেতে সিলেট বিমানবন্দরে এসে সাবেক মন্ত্রীর ভাগনেসহ দুজন আটক

ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ ও যুবলীগ নেতা জালাল আহমদছবি: সংগৃহীত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের সদ্য সাবেক মন্ত্রী মো. শাহাব উদ্দিনের ভাগনেসহ দুজনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের আটক করা হয়।

আটক দুজন হলেন সাবেক মন্ত্রীর ভাগনে ও মৌলভীবাজারের বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছালেহ আহমদ ওরফে জুয়েল এবং বড়লেখা ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমদ। দুজনের বিরুদ্ধেই বড়লেখা থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসমানী বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ছালেহ আহমদ ও জালাল আহমদ সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান। সন্ধ্যায় ইমিগ্রেশনে গেলে তাঁদের আটক করা হয়। তাঁদের পাসপোর্টগুলো ব্লক করা ছিল। পরে বিষয়টি সিলেট বিমানবন্দর থানা–পুলিশকে অবহিত করা হয়।

সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, আটক দুজনের বিরুদ্ধে বড়লেখা থানায় মামলা রয়েছে। ইমিগ্রেশন পুলিশ রাত আটটার দিকে তাঁদের বিমানবন্দর থানা–পুলিশের কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে বড়লেখা থানায় বার্তা পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে বড়লেখা থানা–পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, বড়লেখা পৌর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তপাদার বাদী হয়ে ২০১৫ সালের ৫ জানুয়ারি মিছিলে হামলার অভিযোগে ২৩ আগস্ট রাতে বড়লেখা থানায় মামলা করেন। ওই মামলায় আসামি হিসেবে সাবেক পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন, তাঁর ভাগনে ছালেহ আহমদ এবং যুবলীগ নেতা জালাল আহমদসহ ৩৮ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়।