পিরোজপুরে সংসদ সদস্য রেজাউলের ভাইসহ আওয়ামী লীগ নেতারা চেয়ারম্যান নির্বাচিত

নূর ই আলম, এস এম বায়েজিদ হোসেন, জিয়াউল আহসান গাজী
ছবি: সংগৃহীত

পিরোজপুর-১ (সদর, নাজিরপুর ও ইন্দুরকানি) আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিমের ছোট ভাই নূর ই আলম নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া পিরোজপুর সদর উপজেলায় সাবেক ছাত্রলীগ নেতা এস এম বায়েজিদ হোসেন এবং ইন্দুরকানি উপজেলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

বুধবার প্রথম ধাপে অনুষ্ঠিত জেলার এ তিনটি উপজেলা পরিষদের ভোট গ্রহণ শেষে রাতে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এ ফলাফল ঘোষণা করেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পিরোজপুর সদর উপজেলায় শতকরা ২৩ দশমিক ৭০ শতাংশ, নাজিরপুর উপজেলায় ৩৫ দশমিক ৪৫ শতাংশ এবং ইন্দুরকানি উপজেলায় ২৯ দশমিক ৪৯ শতাংশ ভোট পড়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে এ তিন উপজেলায় ভোট গ্রহণ হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে স্থানীয় সংসদ সদস্য শ ম রেজাউল করিমের অনুসারী জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বায়েজিদ হোসেন বিজয়ী হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক শফিকুল হক।

নাজিরপুর উপজেলায় সংসদ সদস্য শ ম রেজাউল করিমের ছোট ভাই নূর ই আলমসহ চারজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে নূর ই আলম বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির (জাফর) নেতা মোহাম্মদ আলী সিকদার। সকালে শ ম রেজাউল করিম এ উপজেলার তারাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। তিনি এরপর নাজিরপুর উপজেলার বাড়িতে সারা দিন অবস্থান করেন।

ইন্দুরকানি উপজেলায় জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের অনুসারী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজীসহ চারজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) মোহাম্মদ ফায়জুল কবির তালুকদার রয়েছেন। নির্বাচনে জিয়াউল বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ ফায়জুল কবির তালুকদার।