পঞ্চগড়ে ট্রাক-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪
পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে বোদা পৌরসভার খাটোপাড়া-কাঁঠালতলী এলাকায় বোদা-দেবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ট্রাক্টরের চালক জাহিদ ইসলাম (১৯) ও পথচারী নুরজাহান বেগম (৬০)। তাঁদের মধ্যে জাহিদ ইসলাম বোদা সদর ইউনিয়নের মাঝগ্রাম এলাকার মানিক ইসলামের ছেলে এবং নুরজাহান বেগম বোদা পৌরসভার সর্দারপাড়া এলাকার সাত্তার উদ্দিনের স্ত্রী।
আহত ব্যক্তিরা হলেন জেলার আটোয়ারী উপজেলার লীলার মেলা এলাকার খাদেমুল ইসলামের ছেলে সাঈদ আলম (২৫), একই উপজেলার দলুয়া এলাকার হালিচন্দ্র বর্মণের ছেলে লক্ষ্মণ বর্মণ (২২), বোদা উপজেলার নতুনহাট-বলরামহাট এলাকার জাকিরুল ইসলামের ছেলে শাহীন ইসলাম (২৩) এবং বোদা পৌরসভা কলেজপাড়া এলাকার শহীদুল ইসলামের ছেলে মো. ঝুমু (২৫)। আহত ব্যক্তিরা সবাই ট্রাক্টরের যাত্রী ছিলেন। তাঁরা সবাই একটি ইটভাটার পরিবহনশ্রমিক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে একটি ট্রাক্টরে করে বেশ কয়েকজন ইটভাটার পরিবহনশ্রমিক বোদা-দেবীগঞ্জ সড়ক দিয়ে বোদা উপজেলা শহর থেকে সাকোয়া এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় ওই সড়কের খাটোপাড়া-কাঁঠালতলী এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা পানবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাক্টরটির। এতে ট্রাক্টরের পেছনের ডালা থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে যায় এবং ট্রাক্টরটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ট্রাক্টরে থাকা চালক ও যাত্রীরা সড়কের ওপর ছিটকে পড়েন। ঘটনাস্থলেই ট্রাক্টরের চালক জাহিদ ইসলাম মারা যান। সংঘর্ষের মাঝে পড়ে পথচারী নুরজাহান বেগমও ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পরপরই ট্রাকচালক ও তাঁর সহকারী ট্রাকটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যান। এ সময় স্থানীয় লোকজন আহত চারজনকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করেন। আহতদের মধ্যে সাঈদ আলম, লক্ষ্মণ বর্মণ ও শাহীন ইসলামের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ঘটনার পরপরই ট্রাক রেখে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। নিহত দুজনের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। রাজশাহী থেকে আসা পানবোঝাই ট্রাকটি উল্টো লেনে আসার কারণে ট্রাক্টরটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।