আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে কালোটাকা ছড়ানোর অভিযোগ

ফরিদপুর সদর উপজেলায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে কালো টাকতা ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন করছেন স্বতন্ত্র প্রার্থী নুরুল আলম
ছবি: প্রথম আলো

ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে কালোটাকা ছড়ানোর অভিযোগ করেছেন এক স্বতন্ত্র প্রার্থী। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে শহরের হাবেলী গোপালপুর এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন মো. নুরুল আলম নামের ওই চেয়ারম্যান পদপ্রার্থী।

মো. নুরুল আলম মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে  প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নাম আবু সাঈদ চৌধুরী। তিনি বর্তমানে অম্বিকাপুর ইউপি চেয়ারম্যান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুরুল আলম বলেন, সরকারদলীয় প্রার্থী আবু সাঈদ চৌধুরীর কর্মীরা বিশেষত তাঁর বাড়ি এবং ৪, ৫, ৬, ৭ নম্বর ওয়ার্ডে তাঁর সমর্থকদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছেন। তিনি নির্বাচনী প্রচার চালাতে গেলে ক্ষমতাসীন দলের সমর্থকেরা তাঁকে ঘিরে ধরে নৌকা প্রতীকের পক্ষে স্লোগান দিয়ে তাঁকে বাধাগ্রস্ত করছেন। এ ছাড়া এলাকায় নির্বাচন প্রভাবিত করার জন্য প্রচুর কালোটাকা ছড়ানো হচ্ছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, আওয়ামী লীগের প্রার্থী তাঁকে জামায়াত ও জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত উল্লেখ করে তাঁর চরিত্র হননের চেষ্টা করছেন। আওয়ামী লীগের প্রার্থী তাঁর ওপর জঙ্গি হামলা হতে পারে মর্মে লিখিত অভিযোগ দিয়ে পুলিশি নিরাপত্তা নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে ফায়দা লোটার চেষ্টা করছেন।

লিখিত বক্তব্যে নুরুল আলম এলাকায় পুলিশি টহল জোরদার করা এবং নির্বাচনের দিন স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের দাবি জানান।

নুরুল আলমের কর্মী–সমর্থকদের হুমকি–ধমকি দেওয়া এবং কালোটাকা ছড়ানোর অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী আবু সাঈদ চৌধুরী বলেন, ‘আমি ২০০২ সাল থেকে নির্বাচন করে আসছি। কখনো কাউকে টাকা দিইনি কিংবা জাল ভোট দেওয়ার চেষ্টা করিনি। ফরিদপুরে কোনো জঙ্গি তৎপরতা নেই। তাই আমার ওপর জঙ্গি হামলা হতে পারে, এজাতীয় কোনো অভিযোগ কোথাও করিনি। আমার জনপ্রিয়তা দেখে আবোলতাবোল বকছেন নুরুল আলম। তিনি যে অভিযোগ করেছেন, তার কোনো সত্যতা নেই।’

১৬ মার্চ ফরিদপুর সদরের যে ১১ ইউনিয়নের ইউপি নির্বাচন হতে যাচ্ছে, তার মধ্যে অম্বিকাপুর রয়েছে। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর প্রার্থী হলেন জয়নাল আবেদীন চৌধুরী (আনারস প্রতীক)।