ঘরে আগুন লাগলে আটকা পড়েন পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি, পুড়ে মৃত্যু

আগুনে পুড়ে গেছে ঘর। যা দেখতে ভিড় করেন স্থানীয় লোকজন। রোববার মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া এলাকায়ছবি: প্রথম আলো

মাগুরার শালিখা উপজেলায় আগুনে পুড়ে পক্ষাঘাতগ্রস্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার আড়পাড়া বাজারের পুরাতন পল্লী বিদ্যুৎ কার্যালয়ের পেছনে এক স্বর্ণকারের বাড়িতে আগুন লাগে। এতে পক্ষাঘাতগ্রস্ত ওই ব্যক্তি ঘরে আটকা পড়েন। পরে আগুনে পুড়ে তিনি মারা যান।

মারা যাওয়া ব্যক্তির নাম সুমন কর্মকার (৪২)। তিনি আড়পাড়া গ্রামের দিলীপ কর্মকারের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে ওই বাড়িতে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় বাড়ির অন্য লোকজন নিরাপদে সরে যেতে পারলেও পক্ষাঘাতগ্রস্ত সুমন কর্মকার ঘরের মধ্যে আটকা পড়েন। পরে আগুনে পুড়ে তাঁর মৃত্যু হয়। তিনি চার বছরের বেশি সময় ধরে পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় শয্যাশায়ী ছিলেন।

শালিখা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সঞ্জয় দেবনাথ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সকাল সাড়ে ৯টায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরো নিয়ন্ত্রণে আনতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘর থেকে একজনের লাশ উদ্ধার করা হয়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।