রাজবাড়ী জেলা যুবলীগের কমিটি বাতিলের দাবি

রাজবাড়ী জেলা যুবলীগের কমিটি বাতিলের দাবি জানিয়েছেন সভাপতি পদপ্রত্যাশী হরিপদ সরকার
ছবি: সংগৃহীত

রাজবাড়ী জেলা যুবলীগের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবি করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে এ দাবি করেন যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী এক নেতা।

সভাপতি পদপ্রত্যাশী ওই নেতার নাম হরিপদ সরকার ওরফে রানা। তাঁর বাড়ি শহরের দক্ষিণ ভবানীপুর গ্রামে। তিনি সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
নিজ বাড়িতে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে হরিপদ সরকার বলেন, ৪ মার্চ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ সভাপতি হিসেবে শওকত হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে নুরুজ্জামান মিয়া ওরফে সোহেলের নাম ঘোষণা করেন। শওকত ও সোহেল দুজনই বিতর্কিত নেতা। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে।

হরিপদ সরকার আরও বলেন, অনেক পদপ্রত্যাশী ছিলেন, যাঁরা দলের জন্য শ্রম দিয়েছেন, কিন্তু তাঁরা পদ পাননি। যাঁরা দলের জন্য কিছুই করেননি, তাঁরা পদ পেয়েছেন। এ কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা করতে হবে। অন্যথায় এ কমিটি বাতিলের জন্য তিনি আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাবেন।

জানতে চাইলে রাজবাড়ী জেলা যুবলীগের নতুন কমিটির সভাপতি শওকত হাসান বলেন, ‘অভিযোগের আদৌও কোনো সত্যতা নেই। এটা সত্যের কাছাকাছিও নয়। তিনি (হরিপদ সরকার রানা) সভাপতি পদপ্রত্যাশী ছিলেন। কয়েক মাস আগে তিনি দুর্ঘটনায় পড়েছিলেন, এতে গুরুতর আহত হন। এখনো শারীরিক সমস্যায় ভুগছেন। আমরা দীর্ঘদিন ধরে সংগঠন করেছি। নিয়মতান্ত্রিকভাবে সম্মেলনের মাধ্যমে সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব কমিটি ঘোষণা দিয়েছেন।’

৪ মার্চ শনিবার বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠে সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্‌। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য শাজাহান খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আকবর আলী, যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক আবু মনির মো. শহিদুল হক চৌধুরী রাসেল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী প্রমুখ। বিকেলে পৌরসভা মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনের আয়োজন করা হয়। অধিবেশন শেষে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্‌ সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।