লিখিত অভিযোগে জানা যায়, বাদী বিধবা (৫০)। আট সন্তান নিয়ে স্বামীর ভিটায় বসবাস করছেন। গত শুক্রবার তিনি অসুস্থ ছেলেকে (১৫) নিয়ে কবিরাজের কাছে গিয়েছিলেন। সেখান থেকে বাড়িতে ফিরে জানতে পারেন, এনামুল হক তাঁদের বাড়িতে এসে তাঁর ছোট মেয়ের ওপর যৌন নিপীড়ন চালিয়েছেন। সন্তানদের মুখ থেকে এ ঘটনা শুনে তিনি হতবাক হয়ে পড়েন।

বাদী বলেন, ঘটনার পর গ্রামের মাতবরদের কাছে তিনি বিচার চেয়েছিলেন। তাঁরা বিচার করবেন বলে আশ্বস্ত করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কোনো বিচার না পেয়ে লোকজনের পরামর্শে থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুঠোফোনে বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। অভিযোগটি গুরুতর ও সালিসের মাধ্যমে বিচার করার মতো বিষয় নয়।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে এনামুল হক দাবি করেন, শিশুটির মায়ের সঙ্গে তাঁদের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। শিশুটি তাঁর বিরুদ্ধে শিখিয়ে দেওয়া কথা বলছে। বাদীর অন্য সন্তানেরা আপনাকে ঘটনাস্থলে দেখতে পেয়েছে—এ বিষয়ে জানতে চাইলে তিনি ‘সব মিথ্যা’ বলে দাবি করেন।