সিরাজগঞ্জে নির্মাণাধীন সেতুর গার্ডার চাপা পড়ে শ্রমিক নিহত

সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে নির্মাণাধীন সেতুতে কাজের সময় তিনটি গার্ডার ভেঙে পড়ে। মঙ্গলবার সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসোনা এলাকায়ছবি: প্রথম আলো

সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের নির্মাণাধীন একটি সেতুর গার্ডার চাপা পড়ে জুবায়ের হোসেন (২৩) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গার্ডারচাপায় জহুরুল ইসলাম (৬০) ও হাফিজুল ইসলাম (২৪) নামের আরও দুজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত জহুরুলকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জুবায়ের সিরাজগঞ্জ পৌর শহরের মিরপুর মহল্লার মাহমুদ আলীর ছেলে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল থেকে পঞ্চসোনা এলাকায় যমুনা নদীর শাখায় নির্মাণাধীন ওই সেতুতে কাজ করছিলেন তিন নির্মাণশ্রমিক। তাঁরা দুটি গার্ডারের মধ্যে ক্রস গার্ডারের কাজ করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ সেতুর তিনটি গার্ডার ভেঙে পড়লে তিনজন নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

আহত নির্মাণশ্রমিক হাফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা দুই গার্ডারের মাঝখানে ক্রস গার্ডারের কাজ করছিলাম। আমরা কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ গার্ডারগুলো ভেঙে পড়ে। আমি দৌড়ে কিছুটা সরে গেলেও বাকি দুজন সরতে পারেননি। পাশে কাজ করা লোকজন এগিয়ে এসে জহুরুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে জুবায়েরকে আমরা খুঁজে পাইনি।’

সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে সেতু ধসের পর প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। মঙ্গলবার সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসোনা এলাকায়
ছবি: প্রথম আলো

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল মান্নান বলেন, দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও একজন সরাসরি গার্ডারের নিচে চাপা পড়ায় তাঁকে উদ্ধার করতে অনেক কষ্ট করতে হয়েছে। দীর্ঘক্ষণ পর মৃত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের ব্যবস্থাপক কামাল হোসেন বলেন, যমুনা নদীর পাড়ে নির্মিতব্য অর্থনৈতিক অঞ্চলের যাতায়াতের জন্য পঞ্চসোনায় যমুনা নদীর ক্যানেলের ওপর প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে ২০৩ মিটার দৈর্ঘ্যের একটি সেতুটি নির্মাণ করা হচ্ছে। ওই সেতুর তিনটি গার্ডার ধসে এ দুর্ঘটনা ঘটে। সেতুটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে প্রাণ-আরএফএল গ্রুপের ঠিকাদারি প্রতিষ্ঠান পিডিএল।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিহত নির্মাণশ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়টি তদন্তের পর এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।