শিবপুরে গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

মর
প্রতীকী ছবি

নরসিংদীর শিবপুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ রোববার দুপুরে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ভর‌তেরকা‌ন্দি গ্রামের বসতঘর থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

ওই গৃহবধূর নাম খাদিজা আক্তার (৩৫)। তিনি শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ভর‌তেরকা‌ন্দি গ্রামের তারেক মিয়ার (৪০) স্ত্রী। পুলিশ ও স্বজনদের ধারণা, গতকাল শনিবার রাতের কোনো এক সময়ে খাদিজা আক্তারকে গলা টিপে হত্যার পর স্বামী তারেক মিয়া পালিয়ে গেছেন।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, রোববার সকা‌লে কোনো সাড়াশব্দ না পেয়ে ওই বা‌ড়ির লোকেরা দরজা ভেঙে ঘরে ঢুকে খাদিজার লাশ পড়ে থাকতে দেখেন। পরে শিবপুর থানায় খবর জানানো হলে পু‌লিশ এসে লাশ উদ্ধার ক‌রে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের ম‌র্গে পাঠায় পুলিশ।

ওই পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরেই তারেক ও খাদিজা দম্পতির মধ্যে কলহ চলছিল। এই কলহের জেরে শনিবার রা‌তে কোনো এক সময় স্ত্রী‌ খাদিজাকে গলা‌ টি‌পে হত‌্যা করেন তারেক। পরে লাশ ঘরের ভেতরে রেখে বাইরে থেকে দরজা ছিটকিনি লা‌গি‌য়ে তারেক পা‌লি‌য়ে‌ যান।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানান, নিহত গৃহবধূর গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পলাতক স্বামী তারেক মিয়াকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।