কুষ্টিয়ায় কুপিয়ে ও গুলি করে দুই কৃষককে হত্যা

দৌলতপুরে নিহত দুই কৃষকের স্বজনদের আহাজারি। বুধবার সন্ধ্যায় উপজেলার ভুরকাপাড়া গ্রামে
ছবি: প্রথম আলো

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গরুর পাটগাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সময় দুজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। আজ বুধবার বিকেল পাঁচটার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মরিচা ইউনিয়নের ভুড়কাপাড়া গ্রামের রহমত মালিথার ছেলে শরিফুল মালিথা (৪৫) ও ঘেতু মালিথার ছেলে বজলু মালিথা (৫৫)। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় সরদার ও মালিথা বংশের  লোকজনের মধ্যে বিরোধ চলে আসছে। এর মধ্যে গত মঙ্গলবার মালিথা বংশের এক ব্যক্তির পাটখেত নষ্ট করে স্থানীয় ফরিদ সরদারের গরু। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা শুরু হয়। আজ বিকেল পাঁচটার দিকে সরদার বংশের দুই যুবক রাব্বি ও রিপন মালিথাপাড়ার দিকে গেলে তাঁদের মারধর করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে সরদার বংশের ৬০ থেকে ৭০ জন লোক দেশি অস্ত্র কুড়াল, রামদাসহ আগ্নেয়াস্ত্র নিয়ে মালিথা বংশের লোকজনের ওপর হামলা করেন। এ সময় গোলাগুলির শব্দও শোনা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা জানান, সরদার বংশের লোকজনের হাতে দেশি অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ছিল। তাঁরা মালিথা বংশের  লোকজনের ওপর আচমকা হামলা করেন। এ সময় সামনে যাঁকে পেয়েছেন, তাঁর ওপর হামলা করেন তাঁরা। এতে পুরো এলাকায় ত্রাস তৈরি হয়।

নিহত বজলু মালিথার ছেলে কমল মালিথা বলেন, ‘আমাদের প্রতিবেশী একজনের পাটখেত গরু নষ্ট করায় আমার বাবা প্রতিবাদ করেছিলেন। এ নিয়ে তাঁরা দল বেঁধে আমাদের বাড়িতে হামলা করেন। আমার বাবাকে কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। রক্তক্ষরণে আমার বাবা মারা গেছেন। তাঁরা যাকে পেয়েছেন, তাঁর ওপর হামলা করেছেন। তাঁরা এখন হাসপাতালে ভর্তি।’

মরিচা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদুজ্জামান বলেন, ‘ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। শুনেছি গুলি করে ও কুপিয়ে দুজনকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে তাঁরা মারা গেছেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, পাটখেতের গাছ খাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল। এরই জেরে সরদার বংশের লোকজন হামলা করে দুজনকে ঘটনাস্থলে হত্যা করেছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা থেকে গোয়েন্দা ও রিজার্ভ পুলিশ আনা হয়েছে।

ওসি আরও বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাত আটটা পর্যন্ত অন্তত ৬ জনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।