কেশবপুরে শীতার্তদের মাঝে প্রথম আলো ট্রাস্টের কম্বল বিতরণ

যশোরের কেশবপুরে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কম্বল বিতরণ। আজ সকালে বড় পাথরা গ্রামেছবি: প্রথম আলো

যশোরের কেশবপুরের পাথরা গ্রামের ননীগোপাল (৮০) বয়সের ভারে ন্যুব্জ। পথ চলতে পারেন না। তিনি একটি কম্বল পেয়ে বললেন, ‘এই কম্বল পেয়ে বাঁচপানে।’ আর হাবাসপোল গ্রামের শতোধ কোনায় মোড়ল বলেন, এবারের শীতটা খুব বেশি। এই কম্বল পেয়ে তাঁর বেশ উপকার হবে।

আজ সোমবার প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে যশোরের কেশবপুরের মানুষের মাঝে দুই শ কম্বল বিতরণ করা হয়েছে। এর মধ্যে কেশবপুরের রক্তকরবী উন্মুক্ত মঞ্চে দেড় শ এবং বড় পাথরা গ্রামের রাজবংশী পাড়ায় ৫০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বড় পাথরা, চুয়াডাঙ্গা, কৃষ্ণনগর এলাকার রাজবংশীরা অসহায়। তাঁদের জন্য প্রথম আলো ট্রাস্টের কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন কেশবপুর বন্ধুসভার উপদেষ্টা বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন মণ্ডল, বন্ধুসভার সভাপতি দীপ্ত রায় চৌধুরী, সহসভাপতি হুসাইন আহমেদ, সাধারণ সম্পাদক প্রীতম বৈরাগী, সদস্য ফুয়াদ হাসান সিরাজী, পূজা দত্ত, মৃত্তিকা সেন, উদীচী কেশবপুরের সভাপতি অনুপম মোদক, সাংবাদিক শাহিনুর রহমান ও প্রথম আলো প্রতিনিধি দিলীপ মোদক।

উল্লেখ্য, প্রথম আলো ট্রাস্টের শীতবস্ত্র বিতরণের এই আয়োজনে সহযোগিতা করছে আশিয়ান গ্রুপ। শীতার্ত মানুষের জন্য প্রথম আলো ট্রাস্টে ৪০০টি কম্বল দিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ২০০টি আজ কেশবপুরে বিতরণ করা হয়। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন এলাকায় এ পর্যন্ত ৫ হাজার ৮৭০টি কম্বল বিতরণ করা হয়েছে।

এগিয়ে আসতে পারেন আপনিও
সহায়তা পাঠানো যাবে ব্যাংক ও বিকাশের মাধ্যমে।
হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল
হিসাব নম্বর: ২০৭ ২০০০০১১১৯৪
রাউটিং নম্বর: ০৮৫২৬২৫৩৯
ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা। অথবা
বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৭১৩-০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে।

এ ছাড়া বিকাশ অ্যাপে ডোনেশন অপশনের মাধ্যমেও আপনার অনুদান পাঠাতে পারেন।