কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে কল্যাণ পার্টির প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের হাতঘড়ি প্রতীকের আরেকটি নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ক্যাম্পের পাহারাদার আবু সালেককে (৫০) দড়ি দিয়ে বেঁধে পাশের একটি খেতে ফেলে দিয়ে যায় দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ভোর চারটার দিকে চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের পুচ্ছালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। আবু সালেককে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এর আগে গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খোঁজাখালী এলাকায় সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের হাতঘড়ি প্রতীকের নির্বাচনী ক্যাম্পে আগুন দেয় দুর্বৃত্তরা।
সরেজমিন দেখা যায়, পুচ্ছালিয়াপাড়া সড়কের পাশে কল্যাণ পার্টির প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের হাতঘড়ি প্রতীকের নির্বাচনী ক্যাম্প। ক্যাম্পের কয়েকটি চেয়ার–টেবিল ভেঙে ফেলা হয়েছে। কয়েকটি চেয়ার-টেবিল মাটিতে এলোমেলো অবস্থায় পড়ে আছে। প্যান্ডেলের কয়েকটি কাপড় আগুনে পুড়ে গেছে। কয়েকটি কাপড়, পোস্টার, ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে।
আহত পাহারাদার আবু সালেক বলেন, ‘ভোর চারটার দিকে ১৫ থেকে ২০ দুর্বৃত্ত ক্যাম্পে আগুন দেয়। এ সময় তারা আমাকে মারধর করে দড়ি দিয়ে বেঁধে পাশের মরিচখেতে ফেলে দেয়। সকাল আটটার দিকে পুলিশ ও স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’
বাংলাদেশ কল্যাণ পার্টির দপ্তর সম্পাদক আল আমীন ভূঁইয়া বলেন, একের পর এক আমাদের নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়া হচ্ছে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ক্যাম্পে আগুন ও আসবাবপত্র ভাঙচুরের দৃশ্য দেখা গেছে। কারা এই ঘটনা ঘটিয়েছে, তা অনুসন্ধান করা হচ্ছে।