নাশকতার মামলায় সাতক্ষীরার দুই জামায়াত নেতা গ্রেপ্তার

হাতকড়া
প্রতীকী ছবি

সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার  কুশখালি ইউনিয়নের পৃথক দুটি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন সাতক্ষীরা জেলা জামায়াতের পশ্চিম শাখার সাবেক আমির ও কুশখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাওলানা আবদুল গফফার ও সদর উপজেলার ঘোনা ইউনিয়ন জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আবদুল ওয়াদুদ। আবদুল গফফার সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে ও আবদুল ওয়াদুদ একই উপজেলার ঘোনা গ্রামের মৃত মোহাম্মদ আলী সরদারের ছেলে।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মাহমুদ হোসেন বলেন, গত ২ সেপ্টেম্বর নাশকতার পরিকল্পনার অভিযোগে সদর থানায় পুলিশের করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে আজ বুধবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।