আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনছবি: সংগৃহীত

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা দিতে তাঁকে সশরীর আদালতে তলব করা হয়েছে।

এ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির হয়ে রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ মোছা. কামরুন নাহার গত রোববার শরীফ উদ্দীনকে এ নোটিশ দেন। নোটিশটি জারি করতে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। সোমবার নোটিশটি থানায় গেছে।

নোটিশে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে বলা হয়েছে, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি অবগত হয়েছে যে তিনি তানোরের মুন্ডুমালা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সব অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার চালকদের একটি করে চাদর, মাফলার ও ধানের শীষের পতাকা বিতরণ করেছেন। এটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫–এর ৪ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ অবস্থায় এমন কাজ নির্বাচন–পূর্ব অনিয়ম হওয়ায় অনুসন্ধান করে এর প্রতিবেদন সুপারিশসহ নির্বাচন কমিশন সচিবালয়ে কেন পাঠানো হবে না, সে বিষয়ে বুধবার যুগ্ম জেলা জজ প্রথম আদালত রাজশাহীর কার্যালয়ে সশরীর উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।

এ নোটিশের অনুলিপি রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতারের কাছেও পাঠানো হয়েছে।