নেত্রকোনায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান চলছে

সংবর্ধনা অনুষ্ঠানে আসা কৃতী শিক্ষার্থীরা। শুক্রবার সকালে নেত্রকোনা শহরের ঐতিহ্যবাহী দত্ত উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে
ছবি: প্রথম আলো

নেত্রকোনা শহরের ঐতিহ্যবাহী দত্ত উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে চলছে শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠান। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হয় অনুষ্ঠান। এতে অংশ নিতে অনলাইনে নিবন্ধন করে জেলার ৮৩ জন কৃতী শিক্ষার্থী।

সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় পর্যায়ক্রমে জিপিএ-৫ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এবারের উৎসবটি পাওয়ার্ড বাই ‘বিকাশ’। সহযোগিতা করছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউসিএনআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

নেত্রকোনার কৃতী শিক্ষার্থীরা আজ সকাল থেকেই দত্ত উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আসতে শুরু করে। তারা অনুষ্ঠানস্থলে এসে প্রথমেই নির্দিষ্ট বুথের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ক্রেস্ট ও স্ন্যাকস সংগ্রহ করে। সাড়ে ৯টার দিকে বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। নেত্রকোনা বন্ধুসভার সহসভাপতি তন্ময় সাহার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নেত্রকোনা প্রতিনিধি পল্লব চক্রবর্তী।

কেন্দুয়া উপজেলার গন্ডা গ্রাম থেকে সানোয়ার হোসেন, রিফাত হোসেনসহ তিন বন্ধু সকাল আটটার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠানস্থলে আসে। তারা জানায়, এই অনুষ্ঠানে যোগ দিতে রাত থেকে ঘুম নেই তাদের। কখন সকাল হবে, আর কখন অনুষ্ঠানে আসবে, সেই অপেক্ষায় ছিল তারা।

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে অতিথিরা। শুক্রবার সকালে নেত্রকোনা শহরের ঐতিহ্যবাহী দত্ত উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে
ছবি: প্রথম আলো

শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দিতে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার, নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কবি ও প্রাবন্ধিক সরোজ মোস্তফা, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক, কবি ও প্রথম আলো বন্ধুসভা নেত্রকোনার উপদেষ্টা সাইফুল্লাহ এমরান, দত্ত উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবির, জেলা উদীচীর সাধারণ সম্পাদক অসিত ঘোষ, রবীন্দ্রসংগীতশিল্পী নারায়ণ কর্মকার ও প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান পিয়াস।

আয়োজনের ফাঁকে ফাঁকে থাকছে কৃতী শিক্ষার্থী ও বন্ধুসভার সদস্যদের অংশগ্রহণে গান, কবিতা ও নাচ। দিনব্যাপী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য থাকছে অনলাইনে সার্টিফিকেট, প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন ও শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স।