বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষার কেন্দ্রে গেল রিমা

রংপুর জেলার ম্যাপ

বাবার মৃত্যুর শোক বুকে চেপে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে রিমা আক্তার। গতকাল বৃহস্পতিবার সকালে বাবার লাশ বাড়িতে রেখেই সে পরীক্ষাকেন্দ্রে যায়।

রিমা রংপুরের মিঠাপুকুর উপজেলার তালিমগঞ্জ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাবার নাম মতলব মিয়া। তিন ভাই-বোনের মধ্যে রিমা সবচেয়ে ছোট। তাঁদের বাড়ি মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের পশ্চিম তিলকপাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মতলব মিয়া গত বুধবার রাত ১১টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরিবারের সদস্যরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

গতকাল সকালে বাবার লাশ বাড়িতে রেখেই রিমা পরীক্ষা দিতে যায় শুকুরেরহাট উচ্চবিদ্যালয় কেন্দ্রে। সে ২২ নম্বর কক্ষে পরীক্ষা দেয়। পরে বেলা ১১টার দিকে তাঁর বাবার দাফন সম্পন্ন হয় পারিবারিক কবরস্থানে।

তালিমগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তসলিম উদ্দিন বলেন, ‘মৃত্যুর খবর শুনে আমি রিমার বাড়িতে যাই। তাকে মানসিকভাবে সান্ত্বনা দিই। পরে সে সাহস নিয়ে পরীক্ষায় অংশ নেয়।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি বিকাশ চন্দ্র বর্মন বলেন, ‘রিমার বাবার মৃত্যুর খবর আমরা পেয়েছি। সে যেন সব কটি পরীক্ষায় অংশ নিতে পারে এবং ভালো ফল করে, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর রাখা হবে।’