পিরোজপুরে পূর্বশত্রুতার জেরে দুজনকে কুপিয়ে জখম

পিরোজপুর জেলার মানচিত্র

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে দুই ব্যক্তিকে কুপিয়ে জখম করেছেন প্রতিপক্ষের লোকজন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বেতমোর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন উপজেলার বেতমোর গ্রামের সিদ্দিকুর রহমান (৪৮) ও একই গ্রামের মো. ওমর হাওলাদার (২১)। গুরুতর জখম সিদ্দিকুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং মো. ওমর হাওলাদারকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও আহত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা গেছে, সিদ্দিকুর রহমানের সঙ্গে একই গ্রামের লিটন হাওলাদারের দীর্ঘদিন ধরে বিরোধ আছে। দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় মামলাও আছে। গতকাল শুক্রবার রাতে সিদ্দিকুর রহমান হাওলাদার ও মো. ওমর হাওলাদারসহ কয়েকজন বেতমোর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। রাত ৯টার দিকে লিটন হাওলাদারের বাড়ির সামনের সড়ক দিয়ে যাওয়ার সময়ে কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে সিদ্দিকুর রহমান হাওলাদার ও মো. ওমর হাওলাদার গুরুতর জখম হন।

স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে গভীর রাতে সিদ্দিকুর রহমানের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ফেরদৌস ইসলাম বলেন, দুই ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের গুরুতর জখম থাকায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।