পৌরসভার ভেতরে ধূমপান, নিষেধ করায় কাউন্সিলরের ওপর হামলার অভিযোগ

কাউন্সিলর আসাদুজ্জামান তালুকদার
ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে ধূমপান করা নিয়ে বিতর্কের জেরে এক ওয়ার্ড কাউন্সিলরের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাইদুর ব্যাপারী (৩৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে কালকিনি পৌরসভার ভেতরে এ ঘটনা ঘটে।

আহত আসাদুজ্জামান তালুকদার ওরফে লাবু কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি পৌরসভার প্যানেল মেয়র। আটক সাইদুর কালকিনির চরঝাউতলা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুরে কালকিনি পৌরসভার ভেতরে বসে ধূমপান করছিলেন সাইদুর ব্যাপারী। এ সময় কাউন্সিলর আসাদুজ্জামান তালুকদার বিষয়টিতে আপত্তি জানান। তিনি পৌরসভার ভেতর থেকে বাইরে গিয়ে ধূমপান করতে বলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সাইদুর ওয়ার্ড কাউন্সিলরের ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সাইদুর ব্যাপারীকে আটক করেছে পুলিশ।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, কাউন্সিলরের ওপর হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী কাউন্সিলর বরিশালে চিকিৎসাধীন থাকায় এখনো মামলা হয়নি। তবে এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।