ফরিদপুরে খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০, পুলিশের গুলি

ভাঙ্গায় খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ভাঙ্গা বাজারের কাফুরিয়া সদরদী এলাকায়
ছবি: প্রথম আলো

ফরিদপুরের ভাঙ্গায় ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দফায় দফায় চলা সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। পুলিশ শটগানের গুলি, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ফাটিয়ে বেলা তিনটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভাঙ্গা বাজারের কুমার নদের পূর্ব পারে ভাঙ্গা পৌরসভার কাফুরিয়া সদরদী ও হোগলাকান্দা সদরদী নামে দুটি মহল্লা অবস্থিত। নদের পশ্চিম পারে সোনাখোলা মহল্লা। সোনাখোলা মহল্লাটি আকারে বড়। এর কিছু অংশ ভাঙ্গা পৌরসভা ও কিছু অংশ উপজেলার আলগি ইউনিয়নে পড়েছে। মধ্যে কুমার নদের ওপর একটি সেতু আছে।

পুলিশ ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন আগে ক্রিকেট খেলা নিয়ে কাফুরিয়া সদরদী ও সোনাখোলা মহল্লার দুই দল তরুণের মধ্যে বিরোধ তৈরি হয়। ওই বিরোধের জেরে আজ সকাল ১০টার দিকে সোনাখোলার কয়েকজন তরুণ কাফুরিয়া সদরদী মহল্লার দুই তরুণকে মারধর করেন। সাড়ে ১০টার দিকে হোগলাকান্দা এলাকার আরেক তরুণকে মারধর করেন তাঁরা। এ ঘটনার প্রতিবাদে কাফুরিয়া সদরদী এলাকার লোকজন সংঘবদ্ধ হয়ে সেতু পার হয়ে সোনাখোলা এলাকায় হামলা চালান। এ সময় নজরুল শিকারী (৫৪) নামের এক চাল ব্যবসায়ীর দোকানে ভাঙচুর করা হয়। পরে সোনাখোলার লোকজন প্রতিরোধ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষ দেশি অস্ত্র ও ইটপাটকেল নিয়ে একে-অপরের ওপর হামলা করে। এ সময় অন্তত ৩৭ জন আহত হন। পরে ভাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শটগানের ৪৫টি গুলি, ৭টি কাঁদানে গ্যাস ও ২টি সাউন্ড গ্রেনেড ফাটিয়ে উভয় পক্ষকে সরিয়ে দিয়ে বেলা তিনটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলালউদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয় বিবদমান দুই পক্ষ। বেলা দুইটার দিকে সংঘর্ষ মারাত্মক আকার ধারণ করে। পুলিশ সদস্যরা গুলি, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা সবাই কাফুরিয়া সদরদী এলাকার বাসিন্দা। আহত অন্য ব্যক্তিরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ শটগানের ৪৫টি গুলি, ৭টি কাঁদানে গ্যাস ও ২টি সাউন্ড গ্রেনেড ফাটিয়ে বেলা তিনটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার ভাঙ্গা বাজার এলাকায়
ছবি: প্রথম আলো

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া ব্যক্তিরা হলেন কাফুরিয়া সদরদী মহল্লার রাব্বি (১৮), তামিম মোল্লা (১৯), গোলাম মওলা (১৮), হোগলাকান্দা সদরদী মহল্লার মুশফিক মুন্সী (১৮), ভাঙ্গা বাজার এলাকার তিহান (১৮)।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, সংঘর্ষের ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। বিকেল পাঁচটা পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।