ঠাকুরগাঁও-৩ উপনির্বাচনে জামানত হারালেন মহাজোটের প্রার্থী

ওয়ার্কার্স পার্টির প্রার্থী ইয়াসিন আলী
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল আংশিক) আসনের উপনির্বাচনে ১৪–দলীয় জোটের ওয়ার্কার্স পার্টির প্রার্থী ইয়াসিন আলী জামানত হারিয়েছেন। তাঁকে মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হতো। অর্থাৎ তাঁকে অন্তত ১৮ হাজার ৭৯২ ভোট পেতে হতো। কিন্তু তিনি পেয়েছেন ১১ হাজার ৩৫৬ ভোট।

উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিনের সই করা ফলাফল থেকে জানা গেছে, এ আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৩৩৪।

বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমানের পদত্যাগের কারণে শূন্য ঘোষিত ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে ওয়ার্কার্স পার্টির প্রার্থী ইয়াসিন আলী, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির শাফি আল আসাদ (আম), বাংলাদেশ ন্যাশনাল পার্টির সিরাজুল ইসলাম (টেলিভিশন), জাকের পার্টির এমদাদুল হক (গোলাপ ফুল) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র রায় (একতারা) প্রতিদ্বন্দ্বিতা করেন।

ঘোষিত ফলাফলে জাতীয় পার্টির প্রার্থী হাফিজউদ্দীন আহম্মেদ ৮৪ হাজার ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গোপাল চন্দ্র রায় পেয়েছেন ৫০ হাজার ৩০৯ ভোট। নির্বাচনে ওয়ার্কার্স পার্টির প্রার্থী ইয়াসিন আলীসহ অন্য তিন প্রার্থী জামানত হারিয়েছেন। জামানত হারানো অন্য প্রার্থীরা হলেন ন্যাশনাল পিপলস পার্টির শাফি আল আসাদ (৯৫৩ ভোট), বাংলাদেশ ন্যাশনাল পার্টির সিরাজুল ইসলাম (১ হাজার ৪১২ ভোট) এবং জাকের পার্টির এমদাদুল হক (২ হাজার ২৫৭ ভোট)।

রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন বলেন, নির্বাচনে কোনো প্রার্থী মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে ওই প্রার্থীর জামানতের টাকা বাজেয়াপ্ত হবে।