আড্ডায় শিক্ষার্থীরা, জমজমাট ফয়’স লেক

প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামের ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্কে শুরু হয়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মিলনমেলা
ছবি: সৌরভ দাশ

ইমরান হোসেন ও তামিম উদ্দিন দুই বন্ধু। তারা চট্টগ্রামের মিরসরাইয়ের খইয়াছড়া উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পাস করেছে। দুজনই জিপিএ-৫ পেয়েছে। বাসাও একই এলাকায়। তাই স্কুলে যাওয়া-আসা, খেলাধুলা, আড্ডাবাজি—সবই একসঙ্গে।

এই দুই বন্ধুর সঙ্গে দেখা হলো চট্টগ্রামের ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্কে। প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখোর পৃষ্ঠপোষকতায় এখানে বসেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মিলনমেলা। শুরু হয়েছে জিপিএ-৫ উৎসব। আর সেখানেই এসেছে এ দুই বন্ধু।

ইমরান ও তামিমের সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন ঘড়ির কাঁটা ১০টার ঘরে। একপর্যায়ে তাদের সঙ্গে যোগ দেয় একই বিদ্যালয়ের পাট চুকানো আরও তিন বন্ধু।

তারা হলো অনীক দাশ, অনীক দে, আতাউল্লাহ আবির। তারা জানাল, ষষ্ঠ শ্রেণি থেকে এসএসসি পর্যন্ত তারা একসঙ্গে ছিল। এখন একাদশেও একই কলেজে ভর্তির জন্য আবেদন করেছে। আর আজ উৎসবেও তারা আনন্দে মাতবে। এ কারণে সকাল ছয়টায় তারা বাসা থেকে বের হয়েছে। পরে ফয়’স লেকে এসে পৌঁছেছে সকাল আটটায়।
অবশ্য শুধু ইমরানরা নয়, তাদের মতো এমন আরও ১০ হাজার ৭০০ শিক্ষার্থী এসেছে উৎসবে। তারা কেউ ব্যস্ত পার্কের বিভিন্ন রাইডে চড়ক নিয়ে, কেউ ব্যস্ত সেলফি তুলতে। আবার কেউ ব্যস্ত আড্ডায়।

দীর্ঘ আট বছর পর চট্টগ্রামে প্রথম আলোর আয়োজনে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। আজ সোমবার সকাল আটটায় উৎসব শুরু হয়। তবে এর আগেই শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ। অনেক শিক্ষার্থীর সঙ্গে আসেন অভিভাবকেরাও।

মো. আলতাফ উল আলম এসেছেন তাঁর মেয়েকে নিয়ে। তিনি প্রথম আলোকে বলেন, অন্য রকম এক আয়োজন হচ্ছে। গুণীজনেরা এই উৎসবে বক্তা হিসেবে থাকবেন। তাঁরা শিক্ষার্থীদের সামনে এগিয়ে যেতে উৎসাহ জোগাবেন। প্রেরণা দেবেন।

আরেক অভিভাবক গোলাম রাব্বানী থাকেন ঢাকায়। তিনি তাঁর দুই নাতনিকে নিয়ে উৎসবে এসেছেন। গোলাম রাব্বানী উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, নাতনিরা দুজনই জিপিএ-৫ পেয়েছে। এটি অত্যন্ত আনন্দের। মা–বাবা চাকরিতে থাকার কারণে আসতে পারলেন না। নয়তো তাঁরাও শামিল হতেন এ আনন্দযজ্ঞে।

পটিয়ার বাসিন্দা মো. সিরাজুল ইসলাম এসেছেন ৯ শিক্ষার্থীকে নিয়ে। তারা সবাই একই বিদ্যালয় থেকে পাস করেছে। এর মধ্যে একজন সিরাজুল ইসলামের মেয়ে। সিরাজুল বলেন, প্রথম আলো দারুণ এক আয়োজন করেছে। শিক্ষার্থীরা সত্যিকার অর্থেই উৎসবে মেতে উঠেছে।

ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্কে জিপি–৫ পাওয়া শিক্ষার্থীদের উৎসবে ভিড়
ছবি: সৌরভ দাশ

আজকের এই আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আবারও শুরু হলো জিপিএ-৫ উৎসব। এবারের উৎসবের সহযোগিতায় আছে ফ্রেশ, কনকর্ড, এটিএন বাংলা ও প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভা।