একটি দল আছে সুযোগ পেলেই ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান দখল করে: বিএনপি নেতা আলাল

সিরাজগঞ্জের শাহজাদপুরে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেনছবি: সংগৃহীত

কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘একটি দল আছে, তাদের মূল শিকড় পাকিস্তানে। সুযোগ পেলেই তারা ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান দখল করে আর বিএনপির সমালোচনা করে। তাদের বলি, আগে নিজেদের চেহারার দিকে তাকান।’

আজ বুধবার বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভার আয়োজন করে আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ শাহজাদপুর শাখা।

ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের আন্দোলন কর্মসূচি ঘোষণার প্রসঙ্গে সভায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আওয়ামী লীগ নেতারা দেশের টাকা বিদেশে পাচার ও লুটপাট এবং মানুষ হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে। তারা এখনো ওই সব ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেনি। অথচ তারাই আবার বিদেশে বসে থেকে দেশে হরতাল ডেকেছে। বেশি বাড়াবাড়ি করলে তার ফল ভালো হবে না। মানুষ তার সমুচিত জবাব দেবে।’

সভায় জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে মোয়াজ্জেম হোসেন আরও বলেন, ‘আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা শত শত শিক্ষার্থী ও বিএনপি নেতাকর্মীকে হত্যা করলেও একবারের জন্যও দুঃখ প্রকাশ না করে এখন বিদেশের মাটিতে বসে হরতাল দিচ্ছেন। জিয়া পরিবারের ওপর যুগ যুগ ধরে নির্যাতন করেছেন। খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়িছাড়া করেছেন। এখন দেশের মানুষ আপনাকে দেশছাড়া করেছে।’

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা এম এ মুহিত। এ ছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, খুলনা মহানগর শাখার সভাপতি জহির উদ্দিন, বগুড়া জেলা শাখার সভাপতি সাজ্জাদ সিরাজ, শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ প্রমুখ বক্তব্য দেন।