লোকালয়ে ঘুরতে থাকা হাতি শাবকটির ঠাঁই হলো ডুলাহাজারা সাফারি পার্কে

চট্টগ্রামের বাঁশখালী থেকে উদ্ধার হওয়া হাতি শাবক
ছবি: সংগৃহীত

তিন দিন ধরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার লোকালয়ে ঘুরতে থাকা হাতি শাবকটি অবশেষে ঠাঁই পেয়েছে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে। গতকাল শুক্রবার সকালে এটিকে সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বন বিভাগ।

বন বিভাগ সূত্র জানায়, গত সোমবার বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের পাইরাং এলাকায় একটি বাচ্চা হাতি কাদামাটিতে আটকে পড়ে। খবর পেয়ে বাঁশখালী জলদী অভয়ারণ্যের রেঞ্জের কর্মকর্তারা খাদ্য ও চিকিৎসাসেবা দিয়ে হস্তিশাবকটিকে পাহাড়ি এলাকায় রেখে আসেন। পরদিন মঙ্গলবার আবারও লোকালয়ে নেমে আসে হাতিটি। তিন দিন ধরে লোকালয়ে ঘোরাঘুরি করছিল এটি।

এ বিষয়ে জলদী বন্য প্রাণী অভয়ারণ্য রেঞ্জের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ প্রথম আলোকে বলেন, তিন দিন ধরে বাচ্চা হাতিটি ঘোরাঘুরি করলেও মায়ের কাছে ফিরতে পারেনি। এতে সে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। তাই জীবন রক্ষায় তাকে ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।