বিএএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিনে বরিশাল নগরে ঝটিকা মিছিল করে মহানগর স্বেচ্ছাসেবক দল। নগরের বগুড়া রোডে
ছবি : সংগৃহীত

বরিশালে হরতালের সমর্থনে ঢাকা-বরিশাল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে পিকেটিং করেছেন বিএনপির নেতা-কর্মীরা। এ ছাড়া নগরের নথুল্লাবাদ, বগুড়া রোড ও আমানতগঞ্জ এলাকায় ঝটিকা মিছিল করে বিএনপি, মহানগর স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দল।

আমানতগঞ্জ এলাকায় মিছিল শেষে ফেরার পথে ৫ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক হেলাল কবিরাজকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানার পুলিশ। মহানগর বিএনপির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জাহিদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার রাতে নগরের রূপাতলী এলাকায় নগর বিএনপির নেতা-কর্মী হরতালের সমর্থনে মশালমিছিল করেন। রোববার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর এলাকায় নগর বিএনপির সদস্য আফরোজা খানমের নেতৃত্বে নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে দেওয়া হয়।

দুপুরে নগরের বগুড়া রোডে ঝটিকা মিছিল করেন নগর স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। নগরের আমানতগঞ্জ এলাকায় একই সময়ে মিছিল করেন নগর শ্রমিক দলের নেতা-কর্মীরা। সকালে নগরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড নথুল্লাবাদে মিছিল করে শ্রমিক দল।

নগরের অভ্যন্তরে গণপরিবহন চলাচল স্বাভাবিক ছিল। স্কুল-কলেজ ও অফিস-আদালতের কার্যক্রমও ছিল স্বাভাবিক। যানবাহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, হরতালের কারণে যাত্রী–সংকটে বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচল সীমিত রয়েছে। যাত্রী–সংকটে অভ্যন্তরীণ রুটে স্বাভাবিক দিনের চেয়ে কমসংখ্যক লঞ্চ ছেড়েছে। তবে নৌবন্দর থেকে প্রতিদিনের মতো ঢাকার উদ্দেশে দুটি লঞ্চ ছেড়ে যাবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তারা। এ ছাড়া লঞ্চ টার্মিনালে প্রবেশের সময় কোস্টগার্ড সদস্যদের সন্দেহভাজন যাত্রীদের ব্যাগ তল্লাশি চালাতে দেখা যায়।

আরও পড়ুন

লঞ্চে নাশকতা পরিকল্পনার অভিযোগে বরিশাল নগর ছাত্রদলের সভাপতিসহ আটক ২

বিআইডব্লিউটিএর বরিশাল আঞ্চলিক কার্যালয়ের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাতে নিয়ম অনুযায়ী ঢাকার উদ্দেশে দুটি লঞ্চ ছেড়ে যাবে। তবে যাত্রী কম বলে তিনি জানান।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নগরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যরা নগরের বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন।  

জেলা ছাত্রদলের নেতা গ্রেপ্তার

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়ের হওয়া মামলায় বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি সবুজ আকনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-৮ ও র‍্যাব-১০–এর যৌথ অভিযানে তাঁকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল বিকেলে গ্রেপ্তার করে। রোববার সকালে র‍্যাব-৮–এর মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

গ্রেপ্তার আতঙ্কে বিএনপির নেতা-কর্মীরা ঘরছাড়া 

র‍্যাব জানায়, বিএনপির ডাকা ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর তিন দিনের অবরোধ কর্মসূচিতে জেলা ছাত্রদলের সহসভাপতি সবুজ আকন ৬০-৭০ জন লোক নিয়ে বরিশালের বিমানবন্দর থানার রহমতপুর ব্রিজের দক্ষিণ দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে পাকা রাস্তার ওপর সরকারবিরোধী স্লোগান দিয়ে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেন। ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ করে দেন ও গাড়ি ভাঙচুর করেন।

এ ঘটনায় বিমানবন্দর থানা-পুলিশ বিশেষ ক্ষমতা আইনে মামলা করে। ওই মামলায় সবুজ আকনকে গ্রেপ্তার করা হয়।