সরকার পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতা-কর্মীরা ঘরে ফিরে যাবেন না

ফেনীর সোনাগাজীতে বিএনপির সমাবেশে বক্তব্য দিচ্ছেন আবদুল আউয়াল মিন্টু। আজ সোমবার বিকেলে পৌরশহরের ভৈরব সড়কে
ছবি: প্রথম আলো

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বাংলাদেশে বর্তমানে কোনো বৈধ সরকার নেই। অবৈধ আওয়ামী লীগ সরকার মানুষের ন্যায্য অধিকার, মানবাধিকারসহ সব ধরনের অধিকার হরণ করছে। রাতে-দিনে হঠাৎ জ্বালানি তেলসহ নিত্যপণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর বোঝা চাপিয়ে দিচ্ছে। দেশের সব মানুষকে তাঁদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে প্রতিবাদ করতে হবে।

আজ সোমবার বিকেল চারটার দিকে ফেনীর সোনাগাজীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে আবদুল আউয়াল মিন্টু এ কথা বলেন। জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোলায় পুলিশের গুলিতে দুই নেতা হত্যার প্রতিবাদে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৌরসভার ভৈরব রাস্তার মাথায় এ কর্মসূচির আয়োজন করেন দলটির নেতা-কর্মীরা।

আবদুল আউয়াল বলেন, শেখ হাসিনা মানুষকে ১০ টাকায় চাল খাওয়াবেন, ঘরে ঘরে চাকরি দেবেন বলে প্রতারণা করেছেন। দেশের অর্থ লোপাট করে বিদেশে পাচার করছেন। তারেক রহমানের নেতৃত্বে তাঁদের বিচার এ বাংলার মাটিতে হবে।

সমাবেশে যোগ দেওয়া হাজার হাজার নেতা–কর্মী। আজ সোমবার বিকেলে ফেনীর সোনাগাজীতে
ছবি: প্রথম আলো

আবদুল আউয়াল আরও বলেন, শেখ হাসিনার উন্নতি, সন্ধ্যা হলে মোমবাতি। এ অবৈধ সরকারের নেতা-কর্মীরা বড় বড় কথা বলেন। দেশে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পেছনের দরজা দিয়েও পালানোর সময় পাবেন না। তাই এ অবৈধ সরকারকে উৎখাত করতে সোনাগাজীর মাটি থেকে আন্দোলন গড়ে তুলতে হবে। সরকার পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতা-কর্মীরা ঘরে ফিরে যাবেন না।

উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা সৈয়দ আলম ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহানা আক্তার, ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের নির্বাচনী সমন্বয়ক আকবর হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ও এনডিপির চেয়ারম্যান আবু তাহের। উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সামছুদ্দিন খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়াসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা সমাবেশে বক্তব্য দেন।

এদিকে আজ পৌরসভা ছাত্রলীগের পক্ষ থেকেও কর্মসূচি দেওয়া হয়েছিল। পৌর ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন বলেন, তাঁরা সুন্দরভাবে কর্মসূচি পালন করেছেন। আজ সারা দিন পৌর শহর তাঁদের দখলে ছিল।

বিএনপির নেতা-কর্মীরা বলেন, দীর্ঘদিন পর সব ভেদাভেদ ভুলে বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছেন। উপজেলার বিভিন্ন এলাকায় সরকারদলীয় লোকেরা সমাবেশে আসতে বাধা দিলেও শেষ পর্যন্ত হাজার হাজার নেতা-কর্মী সমাবেশে যোগ দিয়ে সমাবেশকে সফল করেছেন।

বিএনপির সমাবেশকে ঘিরে সর্তক অবস্থানে পুলিশ। আজ ফেনীর সোনাগাজীতে
ছবি: প্রথম আলো

তবে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন বলেন, বিএনপির কিছু উচ্ছৃঙ্খল কর্মীদের হামলায় পুলিশের বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে।