পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
ভোরে হাঁটতে বের হয়ে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় লায়লা বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রামের পটিয়া পৌর সদরের দক্ষিণ গৌবিন্দারখীল এলাকায় এ ঘটনা ঘটে।
লায়লা বেগম চন্দনাইশ উপজেলার পূর্ব জোয়রা চৌধুরী পাড়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, পটিয়ায় মেয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন লায়লা বেগম। তিনি ডায়াবেটিক রোগী। প্রতিদিনের মতো আজ ভোরবেলা বাসা থেকে হাঁটতে বের হয়ে রেললাইনে পাশে চলে আসেন। এ সময় ঢাকা থেকে কক্সবাজারমুখী এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলে নিহত হন।
পটিয়া থানার পুলিশ পরিদর্শক (এস আই) আশিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পটিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে আসার পর লাশ তাদের দায়িত্বে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পটিয়া রেলওয়ে স্টেশন মাস্টার নেজাম উদ্দিন বলেন, ভোর ৫টা ২০মিনিটের সময় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পৌরসভার গৌবিন্দারখীল-বাহুলী সংযোগ স্থানে ওই বৃদ্ধা নিহত হন।