সিলেটে পণ্যবাহী পরিবহনের ধর্মঘট চলছে

সিলেট জেলার মানচিত্র

সিলেটে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে আজ সোমবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘট চলছে। ফলে কোনো পণ্যবাহী পরিবহন চলাচল করছে না। সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দিয়েছে। বুধবার সকাল ছয়টা পর্যন্ত চলবে এ ধর্মঘট। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন পরিষদের নেতা-কর্মীরা।

আজ সকাল থেকে চলা ধর্মঘটে সিলেট শহরতলি ও নগরের প্রবেশপথগুলোতে শ্রমিকদের অবস্থান করতে দেখা গেছে। ধর্মঘট চলাকালে সকাল থেকে বিভিন্ন পয়েন্টে পৃথক মিছিল ও সমাবেশ করা হয়েছে। এ সময় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতা-কর্মীরা দাবির পক্ষে স্লোগান দেন। ধর্মঘটের কারণে সিলেট–ঢাকা মহাসড়কে দাঁড় করিয়ে রাখা ট্রাক, পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যানের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে ভোগান্তির মধ্যে পড়েছেন সাধারণ মানুষ।

বিভাগীয় ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতা-কর্মীরা জানিয়েছেন, ৪৮ ঘণ্টার ধর্মঘটে কাজ না হলে পুরো বিভাগে অনির্দিষ্টকালের পণ্যবাহী পরিবহন ধর্মঘট করা হবে।

সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ বলেন, শ্রমিক, মালিকসহ বিভিন্ন মহল তাঁদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছে। পণ্যবাহী পরিবহনের ধর্মঘট সুশৃঙ্খলভাবে পালিত হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি পালন করা হবে।

এদিকে দাবির বিষয়ে গতকাল রোববার বিকেলে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পরিবহন শ্রমিক নেতারা। সে সময় জেলা প্রশাসক ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানালে তাঁরা তাতে রাজি হননি।