যশোরে অস্ত্র, বিস্ফোরকসহ চার চরমপন্থী আটক

আটক
প্রতীকী ছবি

যশোরের মনিরামপুর উপজেলা থেকে অস্ত্র, বোমা, বিস্ফোরকসহ চার চরমপন্থীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এসব অস্ত্র, বোমা ও বিস্ফোরক উদ্ধার করেছে যশোরের ডিবি পুলিশ।

আটক চরমপন্থী সংগঠনের চার সদস্য হলেন অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটি গ্রামের অখিল বিশ্বাসের ছেলে অমিতাভ বিশ্বাস, মনিরামপুর উপজেলার মহিষদিয়া গ্রামের প্রবীর মণ্ডলের ছেলে প্রতাপ মণ্ডল, একই গ্রামের সুনীল ধরের ছেলে প্রান্ত ধর ও নেহালপুর গ্রামের মশিয়ার গাজীর ছেলে জাহিদ হাসান।

আজ বুধবার দুপুরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে যশোর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার জানান, উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলামের নেতৃত্বে জেলা ডিবি পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে মনিরামপুরে অভিযান চালিয়ে চরমপন্থীর ওই চার সদস্যকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে একটি তাজা বোমা, প্রায় দুই কেজি বিস্ফোরক দ্রব্য ও একটি ওয়ানশুটারগান উদ্ধার করা হয়।

ওসি রুপন কুমার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, তাঁরা চরমপন্থী পরিচয় দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, মাছের ঘের দখলের জন্য অভয়নগর ও মনিরামপুরের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণসহ নানাবিধ সন্ত্রাসী কর্মকাণ্ড করছিলেন। আটক অমিতাভ বিশ্বাসের বিরুদ্ধে সুন্দলী ইউনিয়নের সদস্য উত্তম সরকার হত্যা মামলাসহ দুটি অস্ত্র মামলা রয়েছে।

রুপন কুমার সরকার আরও বলেন, বিস্ফোরক দ্রব্য ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় আজ মনিরামপুর থানায় দুটি মামলা হয়েছে।