ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ মুজতবা আলীর নামে দুই ভবনের নামকরণ

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের নবনির্মিত ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনটি শিক্ষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর নামে নামকরণ করা হয়েছে
ছবি: প্রথম আলো

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন বহুভাষাবিদ ও দার্শনিক ড. মুহম্মদ শহীদুল্লাহ এবং সাহিত্যিক ও রম্যলেখক সৈয়দ মুজতবা আলী। সাবেক এই দুই অধ্যক্ষের নামে কলেজের দুটি একাডেমিক ভবনের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে কলেজ প্রশাসন।

কলেজের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ড. মুহম্মদ শহীদুল্লাহ এবং ১০ তলাবিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবনে  সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর নামফলক স্থাপন করা হয়েছে। সম্প্রতি কলেজের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে।

কলেজ প্রশাসন সূত্রে জানা যায়, ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত সরকারি আজিজুল হক কলেজে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৩০ হাজারের বেশি। দেশভাগের আগে ১৯৪৪ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত এই কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন ড. মুহম্মদ শহীদুল্লাহ। তাঁর নামে নামকরণ করা হয়েছে কলেজের নবনির্মিত ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের নাম। এ বিষয়ে ২০১৭ সালে একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হলেও তা এত দিন বাস্তায়নের উদ্যোগ নেওয়া হয়নি।

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের সদ্যনির্মিত ১০ তলা ভবনটি শিক্ষাবিদ সৈয়দ মুজতবা আলীর নামে নামকরণ করা হয়েছে
ছবি: প্রথম আলো

কলেজ প্রশাসন সূত্রে আরও জানা যায়, সরকারি অর্থায়নে কয়েক বছর আগে সরকারি আজিজুল হক কলেজে ১০ তলাবিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, ১০ তলা এই ভবনের নামকরণ করা হয়েছে কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর নামে। সৈয়দ মুজতবা আলী ১৯৪৯ সালে সরকারি আজিজুল হক কলেজে অধ্যক্ষ ছিলেন।

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীর প্রথম আলোকে বলেন, কলেজের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের নাম ড. মুহম্মদ শহীদুল্লাহ ভবন এবং ১০ তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবনের নাম সৈয়দ মুজতবা আলী ভবন দেওয়া হয়েছে।