মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

গাজীপুর মহানগরের ভোগড়া উত্তর পাড়া থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে পরিত্যক্ত একটি জমির পানি থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহত মো. এরশাদ (৩৬) চট্টগ্রামের পাহাড়তলী থানার সরইপাড়া এলাকার সৈয়দ আলীর ছেলে। তিনি পেশায় মাংস বিক্রেতা।

এরশাদ গাজীপুর মহানগরীর নলজানির বশির সড়ক এলাকায় শফিকুল হাসানের বাড়িতে সপরিবার ভাড়ায় থাকতেন। এরশাদের স্ত্রী শিলা বেগম জানান, তাঁর স্বামী গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে গতকাল দিবাগত রাত দুইটার দিকে খবর পান কে বা কারা তাঁর স্বামীকে ধারালো অস্ত্রে কুপিয়ে হত্যার পরে লাশটি স্থানীয় জয়নাল আবেদীনের বসতবাড়ির পশ্চিমে পরিত্যক্ত জমির পানিতে ফেলে রেখে গেছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, নিহত ব্যক্তির কনুই থেকে ডান হাতের নিচের অংশ বিচ্ছিন্ন ছিল, ডান পায়ের হাঁটু থেকে নিচের অংশও ছিল প্রায় বিচ্ছিন্ন এবং দুই বগলের নিচে গভীর ক্ষত রয়েছে। ঘটনাস্থল থেকে একটি টেটা ও দুই জোড়া সেন্ডেল উদ্ধার করা হয়েছে। আজ সকালে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় নিহত ব্যক্তি নেশাগ্রস্ত ছিলেন এবং বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিলেন। তাঁর সহযোগী ব্যক্তিদের সঙ্গে শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।